আমাদের কথা খুঁজে নিন

   

নির্মম দুটি কৌতুক

I'm your fool... Come on, teach me the rules" গতকাল একজনের সাথে প‌্যাঁচাল পাড়তে বসলাম। সেই ব্যক্তি আমার চেয়েও বোরিং একটা মানুষ। আমাকে বললো, কৌতুক শুনবা? শুনতে ইচ্ছা করছিল না কিন্তু তাও যদি একটু হাসতে পারি এই আশায় বললাম, শুনাও। এরপর সে শুরু করলো বলা: এক লোক বইয়ের দোকানে বই কিনতে গেছে। হঠাত করে সে দেখতে পেল দোকানী খুবই যত্ন সহকারে একটা বই তুলে রেখেছে।

সে কৌতুহলী হয়ে জানতে চাইলো, ওটা কিসের বই? ওটা ওভাবে রাখা কেন? ঐ বইটা কি আমাকে একটু দেখতে দেওয়া যাবে? দোকানী বললো, ওটা ম্যাজিকের ওপর একটা এক্সক্লিউসিভ বই। অনেক দাম। যে ঐ বইটা কিনবে, সেই শুধুমাত্র ঐ বইটা দেখতে পারবে। এছাড়া যাকে তাকে বইটা ধরতে দেওয়া যাবে না। সে বললো, কত দাম? যতো দামই হোক, ওটা আমি কিনবো।

দোকানী তার কাছে ৩০০০ টাকা নিয়ে তাকে বইটা দিয়ে দিলো। তবে একটা শর্ত-ও দিলো। শর্ত হলো কোনোভাবেই বইটার শেষ পেইজটা পড়া যাবে না। কিন্তু লোকটা একটু পাকনা। সে বইটা হাতে পাবার পরই শেষ পেইজটা পড়লো এবং সাথে সাথে জ্ঞান হারালো।

জ্ঞান ফেরার পর লোকটা সব ভুলে বইটা থেকে অনেকগুলো ম্যাজিক শিখলো এবং বেশ লাভবান হলো। কিন্তু আবার প্রথমদিনের ঘটনা স্মরণ করে নিজের মনকে প্রশ্ন করলো, শেষ পেইজ পড়া যাবে না কেন? কেন পড়লে কি হয়? সেদিন তো কিছুই বুঝলাম না! আজকে কি আবার একটু খুলবো? এইসব চিন্তা করতে করতেই সে আবার সেই পেইজ খুললো এবং জ্ঞান হারালো। এটুকু বলে আমার ঐ বন্ধু খলবলিয়ে হেসে আমাকে বললো, শেষ পেইজে কি লেখা ছিল জানো? আমি বললাম, দাম লেখা থাকতে পারে। ৩০ টাকা বা এই টাইপের একটা উদ্ভট এ্যামাউন্ট, নাকি? সে বললো, হ্যাঁ। কিন্তু তুমি জানলা কিভাবে? তুমি কি আগে পড়েছো এটা? আমি বললাম, পড়িনি।

কিন্তু আন্দাজ করলাম। সে বললো, এটা কিভাবে সম্ভব? তুমি এটা আগে না পড়লে কিভাবে ৩০ টাকাই বললা!! আমি বললাম, ৩০০০ ছিল বইটার দাম। সেখান থেকে দুইটা শূন্য কমায় বলেছি। তিনটা বললেও দোষ ছিল না। অথবা .৩ বললেও সমস্যা ছিল না।

একই তো কথা, তাই না? কিন্তু সে কোনোভাবেই বিশ্বাস করলো না যে এটা আমি পড়িনি এবং হালকা মেজাজ দেখিয়ে বললো, এভাবে কিন্তু গল্প বলে মজা পাওয়া যায় না! পুরো গল্প শুনে হাসতে না পারলেও তার ভাব দেখে হাসি পেয়েছে তার বলা ২ নং কৌতুকটা হলো: এক লোক বাসে উঠে সবার কাছে ভিক্ষা নিলো। এরপর বাস থেকে নেমে সে একটা গাড়িতে করে চলে গেল। এ্ইটুকু বলেই সে... হাসতে হাসতে মরার মতো হয়ে গেল। আমিও হাসলাম তবে কৌতুক শুনে না। তার অবস্থা দেখে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।