আমাদের কথা খুঁজে নিন

   

ইসলাম বিদ্বেষ ও ধর্মীয় উস্কানী : বন্ধ হোক ধর্মীয় ঘৃনা ছড়ানোর অপপ্রয়াস

সম্প্রতি ব্লগ আর ফেসবুকে উগ্র ইসলামবিদ্বেষ এক নতুন মাত্রা পেয়েছে। ধর্মান্ধ জামাত শিবিরের প্রচার আর প্রপাগান্ডা তো এতদিন ছিলই সাথে এই নতুন ইসলাম বিদ্বেষীদের কারণে অনলাইন জগতে সাধারন ফেসবুকার আর ব্লগারদের টিকে থাকাই দায় হয়ে ওঠেছে। একদল দেশকে তালেবানী রাষ্ট্র বানাতে চায় আরেকদল তৈরী করছে মুসলমানদের বিরুদ্ধে তীব্র ঘৃনার পরিবেশ। ব্যক্তিগতভাবে আমি মনে করি ধর্ম হচ্ছে একজন মানুষের একান্ত নিজস্ব ব্যাপার এবং এটা ব্যক্তিপর্যায়েই পালন এবং ধারন করার বিষয়। প্রত্যেকের ই নিজস্ব ধর্ম পালনের অধিকার আছে এবং একই সাথে যদি কেউ নাস্তিক হয়ে থাকে তবে তার ও অধিকার আছে সে অবিশ্বাস ধারনের।

এবং প্রত্যেকে তার ধর্ম বিশ্বাস/অবিশ্বাস প্রচারের অধিকারও রাখে । কিন্তু তার অবশ্যই একটি মার্জিত রূপ থাকা উচিত। কিন্তু কারও ধর্ম/দর্শন যদি সমাজে ঘৃনার পরিবেশ তৈরী করে তবে অবশ্যই তা প্রতিহত করতে হবে। সম্প্রতি অনলাইন একটা গোষ্ঠী ইসলামের বিরুদ্ধে খুব নিকৃষ্ট ধরনের প্রচারনায় লিপ্ত রয়েছে। তারা কিছু বর্বর আরবীয় প্রথাকেই সমগ্র মুসলিমদের উপর চাপিয়ে ক্রমাগতভাবে সকল মুসলমানদেরই বর্বর এবং মধ্যযুগীয় হিসেবে প্রচার করছে।

নাস্তিকতার আড়ালে এরা সমাজে মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে তীব্র ঘৃনা তৈরী করছে। ইসলাম প্রত্যেক অঞ্চলেই সেসব জনগোষ্ঠীর জীবনধারা এবং সংস্কৃতির সাথে খাপ খাইয়ে নিয়েছে। এবং এ কারনেই আফগান,তুরস্ক,সৌদি আরব আর বাংলাদেশের মুসলিম একই মানসিক ধাচে গড়া নয়। সামাজিক অর্থনৈতিক ভিন্নতার কারনে অঞ্চলভেদে মুসলিম জনগোষ্ঠীর ভেতরও চিন্তা চেতনায় ব্যাপক পার্থক্য রয়েছে। এবং এই বাস্তবতা সবাইকে মেনে নিতেই হবে।

এদেশে ইসলাম প্রবেশ করেছে সুফীদের হাত ধরে। এরও পূর্বে এদের বড় একটা অংশ ছিল অহিংস বৌদ্ধ ধর্মের অনুসারী আর এক বড় অংশ ছিল নিম্ন বর্গের হিন্দু যারা ধর্মীয় দিক দিয়ে ব্রাহ্মণ্যবাদী নির্যাতনের শিকার । পরবর্তীতে সুফিদের প্রচারণা এবং ইসলামের সাম্যবাদী রূপের প্রতি আকৃষ্ট হয়ে তারা ইসলাম গ্রহণ করে। পরধর্মের প্রতি সহিষ্ণুতা এবং শান্তিবাদী নীতি এ অঞ্চলের সাধারন মানুষের হাজার বছরের ঐতিহ্য। আর এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম সে আদর্শই ধারন করে।

অথচ এক শ্রেণীর নিকৃষ্ট মানুষ আরব আর আফগানদের বর্বর প্রথাগুলোকে জোর করে সমগ্র ইসলাম ধর্মানুসারীর উপর চাপিয়ে দিয়ে মুসলিমদের বর্বর মধ্যযুগীয় হিসেবে চিন্হিত করতে চাচ্ছে,ঠিক যেভাবে আমেরিকা ইউরোপে মুসলমান মানেই সন্ত্রাসী হিসেবে চিন্হিত করা হয়। এসব উগ্র ইসলাম বিদ্বেষীদের প্রতি সতর্ক হোন। প্রতিরোধ করুন এদের ঘৃণ্য অপচেষ্টাকে। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.