আমাদের কথা খুঁজে নিন

   

ইসলাম শান্তির ধর্ম; যদি অশান্তি পান তাহলে সেটা সহি ইসলাম নয়

ইসলাম শান্তির ধর্ম। [প্রথমে একটু মিনমিন করেই বলি। ] কিন্তু শান্তির অনেক রকমফের আছে- আসেন এইবার কিছু ছবি দেখি- রাজধানীর বৌদ্ধ মন্দিরে শহীদ স্মরণে প্রার্থনা শুক্রবারের দিনটি একইভাবে শুরু হলেও অন্যরকম এক ভিন্নতা ছিল রাজধানীর খিলগাঁও এর বৌদ্ধ মন্দিরে। [সূত্রঃ বাংলানিউজ২৪ ডট কম] এবার ইহারাও নাকি শান্তি চায়- শুক্রবার জুমার নামাজের পর চট্টগ্রামে মিছিল বের করে ইসলামী ও সমমনা ১২ দল। - [সূত্রঃ বিডিনিউজ২৪ ডট কম] এই ছবিটা দেখার পরে আমরা আর মিনমিন করে বলব না।

একটু চেঁচিয়েই বলবো- খবরদার! ইসলাম শান্তির ধর্ম। ঢাকায়- রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় শুক্রবার জুমার নামাজের পর মিছিল বের করে ইসলামী ও সমমনা ১২ দল। - [সূত্রঃ বিডিনিউজ২৪ ডট কম] এইবার চিল্লাইয়া হাত পা ছোঁড়াছুঁড়ি করে বলব- ইসলাম শান্তির ধর্ম। আর এইগুলা সহি ইসলাম নয়। ==================== এইবার শান্ত হন।

আমরা সবাই জানি, ইসলাম অর্থই হচ্ছে শান্তি। আর এইগুলা সহি ইসলাম নয়। এইযে শেষ দুইটা ছবিতে যাদেরকে দেখতে পারছি এরা কেউই শান্তিবাদী লোক নয়। এরা জামাত শিবির রাজাকার, রাজাকারদের ছাও কিংবা পাকিবীর্যজাত কিছু কুলাঙ্গার। যেভাবেই হোক ৪২ বছর ধরে বাঙালির দূর্বলতার সুযোগ নিয়ে এরা বেড়ে উঠেছে এই বাংলায়।

কিন্তু কোনদিন বাংলাদেশের স্বাধীনতাকে এরা স্বীকার করে নাই। যার প্রমাণ আজ এরা দেশের পতাকাকে অবমাননা করেছে। এই গুটিকয়েক পাকিবীর্যজাতের জন্য পুরো ইসলামের দোষ হচ্ছে, অথচ বাকি সংখ্যাগরিষ্ট মুসলমানেরা সুশিলগিরি করতে করতে বলবেন যে ইহা সহি ইসলাম নয়। এই ভোদাইগিরি আর কতদিন করবেন? যদি ইসলাম মানেন, যদি মুসলমান হন, তাহলে স্বীকার করবেন যে দেশপ্রেম ঈমানের অঙ্গ। কিন্তু এরা আজ আবার আপনার দেশের উপর আক্রমন করছে।

এরা আবার বাংলাদেশের পতাকা পোড়াচ্ছে। যদি সত্যিকারের মুসলমান হন, তাহলে ঘর থেকে বের হন। এইসব পাকিবীর্যজাতগুলারে শুধু আর প্রতিরোধ নয়; প্রতিশোধ নিন, গুড়িয়ে দিন দেশের স্বার্থে, ধর্মের স্বার্থে, ইসলামের স্বার্থে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.