আমাদের কথা খুঁজে নিন

   

মুক্তি পাক সচেতনতা ...

আমি মানুষ, এটাই আমার পরিচয়। ফটিকছড়ির ঘটনার প্রতিক্রিয়া কার কি তা আমি জানি না এবং সরকারের ভূমিকা নিয়েও আমি যথেষ্ট বিরক্ত ... এ কেমন দেশে বাস করি যেখানে পরিকল্পিত ভাবে এখনো এমন গণহত্যা হয় আর আমরা কিছুই করতে পারি না !!! শুধু নিজ নিজ অবস্থান থেকে আহা উহু করে হাহুতাশ করি ...!!! সেখানকার বাস্তব চিত্র টা ও সাধারণ মানুষ এর থেকে গোপন করা হচ্ছে ...!!! আমি সেখানকার ছবি কিংবা ভিডিও ফুটেজ দেখে হাহুতাশ করতে চাই না ... আমি চাই , এসবের বিচার হোক ... এসব নৃশংসতার পথ বন্ধ হোক ... সরকার কেন জবাবদিহি করে না??? প্রশাসন কেন এত ব্যার্থ ??? আমরা ও ২০০ মানুষ এর মিছিল করি - অনেক শক্তিশালী ভাবি নিজেদের কে কিন্তু আমাদের অবস্থান টা আসলে কি??? যে কোন মুহূর্তে আমাদের কেও কুচলে দিতে পারে ঐসব নরঘাতক ... আর ওদের ইন্ধনদাতা , আশ্রয়দাতা কারা??? ফটিকছড়িতে ২২ টি সন্ত্রাসী বাহিনী আছে যার ভেতর ১৪ টি চালায় শিবির --- তাদের লিডার এবং তাদের কর্মকাণ্ডের লিস্ট এখন কেন বাজারে আসে??? এসব ছিলো কই এতদিন??? কেন কোন ব্যাবস্থা নেয়া হয়নি??? সরকার থেকে তো দেখি এইসব জামাত শিবির কিংবা সন্ত্রাসী বাহিনী ই বেশি শক্তিশালী !!! নাকি নিজেকে শক্তিশালী করার জন্য প্রতিটা সরকার ই এদের পেলে পুষে বড় করছে??? গণজাগরণ শুরু হওয়ার পর থেকে এমন অনেক ঘটনা ই ঘটছে যেন মানুষ যুদ্ধাপরাধী এবং রাজাকারের ফাঁসি দাবী থেকে এবং জামাত শিবির ব্যান এর দাবী থেকে সরে এসে অন্যকিছু নিয়ে ব্যস্ত হয়ে পরে এবং পরবর্তী নির্বাচন পর্যন্ত সব ভুলে থাকে ...!!! নাস্তিক ইস্যু, জামাত এর বাড়াবাড়ি , হেফাজতের বাড়াবাড়ি , ১৩ দফা , বি এন পি , জাতীয় পার্টি সহ এমন আরো অনেকের ১৩ দফার সাথে একাত্মতা, এখন আবার আন্দোলনকারী নারীদের নিয়ে বাড়াবাড়ি, ত্বকি হত্যা - সব মিলিয়ে এক নৃশংসতার আবহ তৈরি হয়েছে ... এসব নতুন কিছু না আমাদের কাছে ... আমাদের ধৈর্য অনেক বেশি ... সেই সাগর-রুনি হত্যা তারপর রেলের টাকা কেলেংকারি তারপর তা ঢাকতে ইলিয়াস আলী গুম তারপর অ্যাম্বাসেডর খুন তারপর বিশ্বজিত হত্যা, শেয়ার মার্কেট কেলেঙ্কারি, হলমার্ক কেলেঙ্কারি তারপর ফাইনালি রাজাকারের যাবজ্জীবন দন্ড --- এমন তো চলছেই আর আমরা একটা রেখে আরেকটার পেছনে কিছু না বুঝেই দৌড় ...!!! আমাদের অবস্থা সে শিশুদের মতো যাদের এক খেলনার আসক্তি ছাড়ানোর জন্য আরেকটা নতুন খেলনা দেয়া হয় ব্যাস্ত রাখার জন্য এবং পুরনো সেই খেলনাকে ভুলে যাওয়ার জন্য ... বাচ্চার খেলনার আসক্তি বা খেলনা বদল তো নৃশংসতা নয় কিন্তু আমাদের এই ইস্যু বদল খুব নৃশংস পর্যায়ে অনেক আগেই চলে গিয়েছে ... যারা রাজনীতি নামক খেলা খেলে তাদের খুব মজা ই লাগছে কারণ খেলাটা বেশ জমেছে কিন্তু আমরা যারা সাধারণ মানুষ তাদের কাছে এসব চোর-পুলিশ খেলা এক বিন্দু স্বস্তিকর কিংবা গ্রহণযোগ্য নয় ... যত ঘটনা , তার কোনটাই মেনে নেয়ার মতো না ... কোনটাই কোনটার সাথে তুলনীয় না ... শুধু সরকার দায়ী নয় ... দায়ী আমরা সাধারণ মানুষ গুলো ও ... আমরা সচেতন নই ... আমরা কোন দায়িত্ব নিতে রাজী নই ... আমাদের দেশে সত্যকার বুদ্ধিজীবীর কোন অভাব নাই কিন্তু আমরা একটা সৎ সুন্দর মঙ্গলময় পথ বেঁছে নিতে শ্রম দিতে রাজী নই ... আমরা শুধু হাই ক্লাস খাবার , দামী গাড়ি , বড় বাড়ি , দামী স্কুল কলেজ , দামী চিকিৎসা, দামী পোশাক , ঠাট - বাট ---- এসবের পিছনে ছুটছি ... এসব ই আমাদের জীবনের লক্ষ কিন্তু সুস্থ সুন্দর দেশ আর সমাজ না থাকলে যে এসবের কোন বেইল ই থাকবে না তা বুঝার ক্ষমতা লোপ পেয়ে গেছে আমাদের ... আমরা নিজেরা সচেতন হয়ে, যাদের ২ মুঠো খাবার , বাসস্থান , শিক্ষা , চিকিৎসা নাই তাদের ঐ ব্যাবস্থা করে দিয়ে তাদের ভেতর সচেতনতা ছড়িয়ে দিয়ে - সবাই মিলে যে যে কোন অন্যায় অত্যাচার এর প্রতিরোধ এবং প্রতিকার করবো তার কোন পরিকল্পনা কিংবা মানসিকতা আমাদের নাই ... আমরা নেশায় বুদ বলেই আমাদের নিয়ে গুটি কয়েক লোক মরন খেলায় লিপ্ত ... আমাদের প্রাণের বলি দিইয়ে তারা নিজেদের ইমারত গড়ে চলেছে আর আমরা বেক্কল জাতি অন্যের বলির পাঠা হয়ে মেকী সুদশা নিয়ে ছাগলের ৩ নাম্বার বাচ্চার মতো শুধু লাফাচ্ছি আর লাফাচ্ছি ... জয় হোক মানবতার ... মুক্তি পাক সচেতনতা ... জয় বাংলা ...

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.