আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগার তাসনিম খলিলের মুক্তি, ভাল খবর, কিন্তু আহমেদ নূরের মুক্তি নেই কেন?

যার ঘড়ি সে তৈয়ার করে, ঘড়ির ভিতর লুকাইছে

সুসংবাদ পেয়ে দিনটা শুরু হলো, তাসনিম খলিলকে মুক্তি দেয়া হয়েছে। মুক্তির পর তিনি ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের সাথে দেখা করেছেন, ধরে নেয়া যায় মাহফুজ আনাম প্রানপণ চেষ্টা করেছেন খলিলকে মুক্ত করার বিষয়ে। একজন ব্লগার তাসনিম খলিল মুক্ত হয়েছেন, খুব খুশী হয়েছি। তার ব্লগে (সম্ভবতঃ ইংরেজী ব্লগ) লেখা বিষয়বস্তু নিয়েই শাসকদের সমস্যা ছিল মনে হয়, আর সাথে ছিল এস.এম.এস ক্যাম্পেইনের ব্যাপারটা। তবে আশা করি, তার কলম অন্ততঃ চলবে আগের মতোই দূর্দান্ত, যদিও ভয় হলো এই আশাটা আশার লেভেলেই থেকে যাবে।

এসব জলপাই আঙ্কেলরা কখনই ১০০ ভাগ ছেড়ে দেয়না, বা পুরোপুরি নির্দোষ গোষনা করেনা, তারা সাধারণত 'আর কখনও এরকম করলে ... ' এই টাইপের কিছু কনক্লুশন দেন। তাছাড়া, মুক্তি পাওয়ার পরপরই মাহফুজ আনামের সাথে তাসনিমের দেখা করাটা কিছু একটা ইঙ্গিত বহন করে, কম করে হলেও জার্নালিজমের ডিপ্লোম্যাসি নিয়ে তাসনিমকে কিছু শুনতে হয়েছে বলা যায়। একজন সাংবাদিক তাসনিম খলিলের মুক্তিতে আনন্দ পাইনি, কারণ আমার ধারনা মুক্তিটা হয়েছে সম্পূর্ণ 'এলিট ব্যাকিংয়ের' জোরে। এটাতে বাকস্বাধীনতার বিজয় হয়েছে বলে ভাবলে ভুল করা হবে, জলপাই শাসকেরা বাকস্বাধীনতাকে যাস্ট ডাজনট গিভ আ শিট ... এবং এটা আমি বলতে পারি তাসনিম খলিলের মতোই আরেকটি ইনসিডেন্স 'আহমেদ নূর'। কই তাকে তো মুক্তি দেয়া হয়নি!! কেন? নূর হাড়হাভাতে মধ্যবিত্ত বলে? নূরের এলিট ব্যাকিং নেই বলে? নূরের পেছনে কর্পোরেট পত্রিকার সাপোর্ট নেই বলে? তাহলে বাকস্বাধীনতার জয় হলো? আমাদের এইসব ব্লগিংকেও জলপাই কোং কোন পাত্তা দেয় বলে মনে হয়না, আমাদের বিজয় উল্লাস করার কিছু নেই।

বড়জোর, মাহফুজ আনাম ভয় পেতে পারেন যে ব্লগের মাধ্যমে বেশী লেখালেখি হলে তার সুনাম ক্ষুন্ন হবে; তবে ধারনা করছি তাও না, কারণ তাহলে তিনি আরও দুডদিন সময় নিতেন, আগে দেখতেন আসলেই কতটুকু কি হয়। মনে হলো তিনি সিনসিয়ারলি তাসনিমকে মুক্ত করার ব্যাপারে লবিং করেছেন। অনেক কাজ বাকী ... আমরা কি ব্লগের কণ্ঠ দিয়ে আহমেদ নূরকে মুক্ত করতে পারব? সেদিন বিজয় উল্লাস করা যাবে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.