আমাদের কথা খুঁজে নিন

   

মুক্তি



মুক্তির নেশা চেপেছিল বলে- বাধা দেয়া হয়নি মুখে মুখে শর্তারোপ যদিও করেছিল অন্তজজন আজ্ঞাবহ যে শালিক তার স্বর ভুলতে বসেছিল কাল নিশ-পিশ জ্বালার অহর্নিশ সুর ভেসে ওঠে বাতাসে একটা কালো বেড়াল রোজকার প্রাত্যহিকতা সারতে গিয়ে গতকাল অযথাই হামলে পড়ে ইদুরগুহায় তারপরের ঘটনা যদি খুলে বলি- হেসে খুন হবে দখিনা হাওয়া। কাল সারারাত রাতকে পাহারা দিয়েছি লণ্ঠন হাতে নেমেছিলাম যুদ্ধাশ্রয়ে এক প্রবল আকর্ষণ মোহময়তার চাদরে ঢেকে রেখেছিল ভোর অবধি- অথচ খানিক বাদে নিয়ম করে সূর্য ওঠবে বলে শপথ করেছিল কোন একদিন; সে ওঠেনি শপথভঙ্গের মালা পরেছে গলায়। যাযাবরের মতো জীবন তোমার আমিও মাঝে মাঝে নাম লিখাই তোমার দলে দলে দলে দলভারী হয় কোন একদিন নেত্বৃত্বপর্যায়ের লোক ভাবেই অনেকেই। মুক্তি চেয়েছিলে বলে বাধা দেয়া হয়নি কোন দিন দেবো বা বলে-বলে রেখেছি অন্তজজনকে যে সুনীল আকাশ আমকে আশ্রয় দেয় ফি-দিন কোন এক তারা যদিও বা খসে পরে তার বুক থেকে তাকে কী আর আকাশের দোষ বলে ঢোল পেটাবে তুমি!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.