আমাদের কথা খুঁজে নিন

   

নুহাশপল্লীতে চিরনিদ্রায় শায়িত হবেন হুমায়ূন আহমেদ

পঙ্খিরাজে চাদেঁর দেশে বাংলাসাহিত্যের রাজপুত্র হুমায়ূন আহমেদ আমাদের হৃদয়ে থাকবেন চাঁদনী পসর রাইতের তারার মত। বিবিসি কাছে এক সাক্ষাতকারে প্রখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় বলেছেন, হুমায়ুন আহমেদ, আমাদের দেশের শরৎ চট্রোপাধ্যায়ের জনপ্রিয়তাকে ছাড়িয়ে গিয়েছেন। '' জীবনের সাধারণ কথাগুলি অসাধারণ করে উপন্যাসে নাটকে এবং চলচ্চিত্রে ফুটিয়ে তুলতেন। তাই কুতুবপুর থেকে নিউইয়র্ক এবং নন্দিত নরকে থেকে দেয়াল পর্যন্ত যা লেখেছেন এক চুম্বক আর্কষণে পাঠক হুমড়ি খেয়ে পড়ে বইর উপর। আমি ব্যাক্তিগত ভাবে বিশ্বাস করি এবং বলতে পারি তার মত পাঠকসৃষ্টিকারী লেখক বাংলাসাহিত্যে কখনো জন্ম হয়নি।

হুমায়ূন আহমেদ যেখানে হাত দিয়েছেন সোনা ফলেছে। অধ্যাপনা থেকে শুরু করে ঘেটুপুত্র কমলা পরিচালনা পর্যন্ত যত কাজ করেছনে। কিন্তু তার জীবনরে দুইটি স্বপ্ন পূর্ণ হয়নি। এক. তিনি একটি ক্যান্সার হাসপাতাল করতে চেয়েছিলেন। আমরা দেশে বিদেশে কোটি ভক্ত তার সেই ইচ্ছা পূর্ণ করতে পারব।

দ্বিতীয়টি তিনি চেয়েছিলেন চাঁদনী পসর রাইতে যেন আমার মৃর্ত্যু হয়। এই আশাও পূর্ণ হয়নি। কিন্তু আমার বিশ্বাস যতদিন চাদনী পসর রাত হবে হুমায়ূন আহমেদের কথা অগনতি মানুষ মনে রাখবে। চাঁদ, বৃষ্টির সাথে তার খুব সখ্যতা। কাক জোসনায় আমরাও তার বলব ও কারিগর দয়ার সাগর ওগো দয়াময় চাদনী পসর রাইতে যেন আমার মরণ হয়।

এমিরাতের ফ্লাইটে সোমবার ভোরে দেশের মাটিতে পৌছন বাংলাসাহিত্যর রাজপুত্র। শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধাজ্ঞাপনের পর বারডেম হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে পরিবারের মধ্যে কবর দেয়ার স্থান নিয়ে জটিলতা দেখা দেয়ায়। প্রথমপক্ষের সন্তান নোবা, শিলা নুহাশ তারা বুদ্ধিজীবি কবরস্থান চেয়েছিলেন। কিন্তু স্ত্রী শাওন অনঢ় ছিলেন নুহাশপল্লীতে কবর দিতে। এটা লেখকের ইচ্ছা তিনি জানিয়েছেন।

অবশেষে প্রতিমন্ত্রী জাহাঙ্গির কবির নানকের মধ্যস্থতায় নুহাশপল্লী সাব্যস্থ হয়। মঙ্গলবার ভোরে যেখানে সমাহিত হবেন। যেখানেই সমাহিত হোন আল্লাহ যেন শান্তি ও মুক্তি দান করেন! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।