আমাদের কথা খুঁজে নিন

   

নুহাশপল্লীতে বৈশাখী উৎসব

নিজের ব্যাপ্যারে কিছু বলতে চাইনা শুধু এতটুকু বলবযে খুব ছোট বেলার ইচ্ছা আমার সাত রংয়ের রংধনুকে ছুতে চাই ।

পয়লা বৈশাখ উপলক্ষে হুমায়ূন আহমেদের শুটিংবাড়ি নুহাশপল্লীতে বসছে বর্ষবরণ উৎসব। ‘নুহাশপল্লীতে বৈশাখী উৎসব’ আয়োজনে সারা দিন থাকবে নানা অনুষ্ঠান। বৃহস্পতিবার গাজীপুরের নুহাশপল্লীতে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত থাকবে নাগরদোলা, সাপের খেলা, চরকি, বানরের খেলা, টিয়া পাখি দিয়ে ভাগ্য গণনা, বাউলগান, জাদু প্রদর্শনীসহ আরও অনেক কিছু। থাকবে ২০ পদের খাবার।

নুহাশপল্লীর পরিচালক মেহের আফরোজ জানান, ছয়-সাত বছর ধরেই নুহাশপল্লীতে বৈশাখী উৎসব আয়োজন করা হচ্ছে। তবে এত দিন আয়োজনে অংশ নিতেন পারিবারিক এবং কাছের বন্ধুরা। নুহাশপল্লীতে এবারের বৈশাখী আয়োজনটা বড় পরিসরে করা হয়েছে। ছাড়া হয়েছে বিশেষ কুপন। বড়দের জন্য এ কুপনের মূল্য রাখা হয়েছে এক হাজার টাকা এবং শিশুদের জন্য ৫০০ টাকা।

মেহের আফরোজ বলেন, ‘বৈশাখী উৎসবের সারাটা দিন যাতে সবাই আনন্দে মেতে থাকতে পারে, তার জন্য নানা আয়োজন থাকবে। সঙ্গে থাকছে শ্রাবণ মেঘের দিন এবং আমার আছে জল চলচ্চিত্র দুটির প্রদর্শনী। বৈশাখী উৎসবের কুপন থেকে পাওয়া পুরো অর্থই ময়মনসিংহের নেত্রকোণার কুতুবপুরের শহীদ স্মৃতি বিদ্যাপীঠকে দেওয়া হবে। ’ সূএ:

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।