আমাদের কথা খুঁজে নিন

   

পদ্মাসেতুর নাম হোক ‘শহিদ সোহেল সেতু’

বেঁচে থাক হৃদয়, বেঁচে থাক হৃদ্যতা পদত্যাগের পর আবুল হোসেন বলেন, ‘আমি মন্ত্রী থাকব কি না, সবকিছুই আল্লাহর ইচ্ছে। আর দপ্তরবিহীন মন্ত্রী হওয়ার বিষয়ে আল্লাহ প্রধানমন্ত্রীকে ক্ষমতা দিয়েছেন। তিনিই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। ’ আরো একজন দপ্তরবিহীন মন্ত্রী পেতে যাচ্ছি আমরা। আবুল হোসেন সাহেব পদত্যাগ করেছেন।

দুদকের থেকে ‘নির্দোষ’ সার্টিফিকেট নিয়ে এবার তদন্তে সহায়তা করতে পদ ছেড়েছেন বলে দাবি করলেন। গতকাল মুহিত সাহেব এ ইঙ্গিতটাই দিয়েছিলেন। প্রধানমন্ত্রী এতো হাঁকডাক করলেন যে, পদ্মাসেতু নিজেদের পয়সায় হবে! আর এখন বিশ্বব্যাংকের শর্ত মানতে সার্টিফাইড মন্ত্রী আবুল সাহেবকে সরাতে হল। কী দরকার ছিল প্রধানমন্ত্রীর এই চেঁচামেচির? কাজটা আগে করলেই হতো। পানিটা যদি খাবিই তো ঘোলা করে কেন।

গাধা! মাঝখানে প্রাণ গেল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বেচারা ছাত্রলীগ কর্মী সোহেলের। নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু তৈরিতে প্রধানমন্ত্রীর এই স্বপ্নসারথীর নামে পদ্মাসেতুর নামকরণের আহ্বান জানাচ্ছি। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত এই মুজিব সৈনিক সোহেল পদ্মাসেতুর জন্য টাকা তুলতে গিয়ে রাবি ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে শহিদ হন। তিনি যে গ্রুপেরই হোন না কেন, তিনি আত্মাহুতি দিয়েছেন। মুজিব সেনার হাতে মুজিব সেনা খুন।

এর চেয়ে মহিমান্বিত মৃত্যু আর কি হতে পারে! তাই পদ্মাসেতুর নাম হোক ‘শহিদ সোহেল সেতু’ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.