আমাদের কথা খুঁজে নিন

   

নিশির জন্য বাসর রাতে ইদুর মারতে পারিনি.......

ভাবনার জালে বন্ধী,তুমি-আমি এইভাবে আর ভালো লাগে না। আরে বাবা দরজাটাতো খুলে দিবা। বুঝলাম তোমার সাথে আমার বিয়ের কথা ছিলো না, ছিলো কুদ্দুসের। তাতে কি হয়েছে নিশি তবুওতো আজ তোমার আমার বাসর রাত। আরেকবার দরজায় ধাক্কা দিতে নিশি অগ্নিমূর্তি ধারন করে বললো “তোমারে জুতা দিয়া পিডামু”।

কেমন যেন খুশী হয়ে গেলাম। ছোঁয়াছুয়ির ব্যাপারতো এসেই যাই। যুক্তিবিদ্যার ভাষায় “তোমার জুতা আমায় ছুঁয়েছে,আমি তোমায় ছুয়েছি”। আবুলের কথাই সত্য। বাসর রাতে বিড়াল মারতেই হবে।

শালার এই বাসায় ইদুর আছে, কোন বিড়াল নাই। খপ করে ধরলাম এক ইদুর। “নিশি দেখ ,দেখ তোমার জন্য একটা বড় ইদুর এনেছি। শালা গর্তে লুকিয়ে ছিলো। নিশি দরজা খুলে দেখই না কত বড় ইদুর!” এই মেয়ে বিরাট রাগী।

ধুর শালার ইদুরটাও পালিয়ে গেল। দরজা খুলতেই ঘাম বেরিয়ে গেল, বাকি কাজের কথা চিন্তা করতে কয়েক ফোটা ঘাম টপাটপ করে পড়ে গেল। ভাগ্যিস ঘামেই আঁটকে ছিলো! কুদ্দুস বাবার ব্যাংক ব্যালেন্স দেখিয়ে নিশিকে বিয়ে করার জন্য প্রায় রাজি করিয়ে ফেলেছিলো। শালাতো বুঝেনি নিশি তাকে কখনই ভালোবাসেনি। ভালোবাসলে কি আমাকে ছাগল বলে? আরে ব্যাটা বুঝতে হবে তোকে নিশির আসল ছাগল কে।

কেবল ছাগল না আমি তার বানরও। বলদটারে বললাম -দেখ নিশি আমাকে তোর চেয়ে বেশী ভালোবাসে, তোর ব্যাংকে টাকা থাকতে পারে আমার ইয়ে ভরতি মানে মন ভরতি ভালোবাসা আছে। -আরে বলদ ভালোবাসা ইয়ে ভরতি থাকলেই হয়না ব্যাংক ভরতি মাল থাকতে হয়। কত্তবড় সাহস আমাকে বলদ বলে। আরে ব্যাটা আমি কি হালচাষ করি, আমিতো গাছে উঠি।

গতবার অবশ্য খোয়াড় না পাওয়ায় গরু ঘরেই থেকেছিলাম। -শোন কুদ্দুস তুই আমার ভাই, তুই আমার বাপ। নিশিকে ছেড়ে দে। এত কিছুর পরও শালা ছাড়লো না। তবে শেষ পর্যন্ত এক কাহিনী করে ছাড়িয়েছি।

সে ঘটনা অন্য আরেক গল্পে না হয় বলবো। এইবার নিশিকে পটানোর পালা। নিশিকে বুঝাতে আমার গা থেকে এত ঘাম বেরিয়েছে যে পুরা দুইটা রেক্সোনা বগলের নিচে মেখেছি। নিশিতো বলেই উঠলো তোমার মাছ বাজার সামলাও। আরে বাবা মাছ বাজারের দেখেছ কি পরে সময় মত সিটি কর্পোরেশনের ডাষ্টবিন দেখিয়ে দিবো।

কিন্তু কর্পোরেশনের ডাষ্টবিন দেখার জন্যতো তোমাকে দরজা খুলতে হবে। ফিল্ড না পেলে পরিশ্রম করে কোন মজা আছে? আর বইয়েই তো আছে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি! দেখেন দেখি কিভাবে মিলে গেল। যাই আরেকবার ট্রাই করি, যদি নিশি দরজা খুলে দেয় তবে কেল্লাফতে। না খুলে নাই। পৃথিবীতে প্রথম স্বামী হিসাবে বাসর ঘরের সাজানো বাগানের বাইরে কাটানোর রেকর্ড করলাম।

ভাবতেই খারাপ লাগছে ভিতরে ফুলের বাগানে মৌমাছি উড়ছে এদিকে আমার কানে মশা উড়ছে। ইদুর মারাও হলো না। বাসর রাতের মজাও হলো না। আগামিবার বিয়ে করলে বাসর রাতেই একটা মস্তবড় হাতি মারবো।  ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.