আমাদের কথা খুঁজে নিন

   

কাগতিয়া দরবারের তরিক্বত সিরাতুল মোস্তাকিমের সোপান

[ আবুধাবিতে এশায়াত মাহফিলে অধ্যক্ষ ছৈয়্যদ মুনির উল্লাহ মুনিরীয়া তবলীগ ও যুব তবলীগ কমিটি বাংলাদেশের সভাপতি ও কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মোর্শেদে আজম ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ্‌ আহমদী মাদ্দাজিল্লুহুল আলী বলেছেন, বেলায়তের ক্ষমতা বলে আউলিয়ায়ে কেরামগণ মানব জাতিকে সিরাতুল মোস্তাকিমের দিকে ধাবিত করেন। অলি আবদালরা সদুপদেশ ও সিনার হেকমত দিয়ে মুসলিম মিল্লাতকে সিরাতুল মোস্তাকিমের পথ দেখান। কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের তরিকত হচ্ছে প্রকৃত সিরাতুল মোস্তাকিমের অনন্য সোপান। গত ১৭ জুলাই মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত শাখাসমূহের উদ্যোগে আবুধাবি কেরালা সোস্যাল সেন্টারে আয়োজিত এশায়াত মাহফিলে প্রধান মেহমানের তকরিরে এ কথা বলেন। নূর মুহাম্মদ সিকদারের সভাপতিত্বে মাহফিলে বক্তব্য রাখেন মুনিরীয়া যুব তবলীগের শারজাহ শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ শফিউল আলম ও আবুধাবি শাখার এশায়াত সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলম প্রমুখ।

তিনি বলেন, কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মহান মোর্শেদ প্রতিনিয়ত পুরুষদেরকে সামনা-সামনি বসিয়ে তাওয়াজ্জুহ বিল হাজের ও মহিলাদেরকে তাওয়াজ্জুহ বিল গায়েব দিয়ে অন্তরের কালিমা দূর করে একেক জনকে ইনছানে কামেলে পরিণত করেন। তিনি আরও বলেন, কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরিফে যেয়ে পথভ্রষ্টরা ছিনা বছিনা তাওয়াজ্জুহ গ্রহণ করে নিয়মিত মোরাকাবার মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন করেন। তিনি বলেন, মুহাব্বতের সাথে যারা রাসুলের দরূদ শরীফ পড়েন তা রাসুল (দ.) নিজ কানে শোনেন। কাগতিয়া দরবার শরীফের তরিক্বত রাসুলের (দ.) এর সুন্নত প্রতিষ্ঠার তরিক্বত। পরে প্রধান অতিথি দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ শান্তি ও সমৃদ্ধি এবং দরবারের প্রতিষ্ঠাতা কাগতিয়ার গাউছুল আজমের রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।