আমাদের কথা খুঁজে নিন

   

‘দ্য ডার্ক নাইট রাইজেজ’ প্রদর্শনীতে গুলি, নিহত ১৪ ও আহত ৫০

আমি এখন সেফ। । ব্যাটম্যান সিরিজের চলচ্চিত্র ‘দ্য ডার্ক নাইট রাইজেজ’-এর প্রদর্শনী চলার সময় মুখোশ পরা এক বন্দুকধারীর গুলিতে ১৪ জন নিহত ও ৫০ জন আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের ডেনভার শহরে এ ঘটনা ঘটে বলে আজ শুক্রবার রয়টার্সে প্রকাশিত খবরে জানানো হয়। ডেনভারের কোয়া রেডিও স্টেশন সূত্রে জানা গেছে, ডেনভারের উপকণ্ঠে অরোরা শপিং মলে চলচ্চিত্রটির প্রদর্শনী চলাকালে মুখোশ পরা বন্দুকধারী সেখানে গুলি ছোড়ে।

এ সময় ওই মুখোশ পরা ব্যক্তি কাঁদানে গ্যাস বোমার বিস্ফোরণ ঘটায়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন ছিল। কর্তৃপক্ষ গুলিবর্ষণ ও বোমা হামলার পর ঘটনাস্থলে আরও বিস্ফোরকদ্রব্য আছে কি না, তা দেখার জন্য তল্লাশি চালায়। সিএনএনে প্রকাশিত খবরে প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দুকধারী গুলি ছুড়তে ছুড়তে সিঁড়ি দিয়ে নেমে যায়। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, হতাহত ব্যক্তিদের চিকিত্সার জন্য স্থানীয় হাসপাতালগুলোকে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে।

গণমাধ্যম জানায়, ঘটনাস্থলে ১০ জন নিহত হয়। হাসপাতালে নেওয়ার পরে আরও চারজন মারা যান। আহত ব্যক্তিদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে ডেনভারের বিভিন্ন হাসপাতাল সূত্রে জানা গেছে। [yt|ব্যাটম্যান সিরিজের চলচ্চিত্র ‘দ্য ডার্ক নাইট রাইজেজ’-এর প্রদর্শনী চলার সময় মুখোশ পরা এক বন্দুকধারীর গুলিতে ১৪ জন নিহত ও ৫০ জন আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের ডেনভার শহরে এ ঘটনা ঘটে বলে আজ শুক্রবার রয়টার্সে প্রকাশিত খবরে জানানো হয়।

ডেনভারের কোয়া রেডিও স্টেশন সূত্রে জানা গেছে, ডেনভারের উপকণ্ঠে অরোরা শপিং মলে চলচ্চিত্রটির প্রদর্শনী চলাকালে মুখোশ পরা বন্দুকধারী সেখানে গুলি ছোড়ে। এ সময় ওই মুখোশ পরা ব্যক্তি কাঁদানে গ্যাস বোমার বিস্ফোরণ ঘটায়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন ছিল। কর্তৃপক্ষ গুলিবর্ষণ ও বোমা হামলার পর ঘটনাস্থলে আরও বিস্ফোরকদ্রব্য আছে কি না, তা দেখার জন্য তল্লাশি চালায়। সিএনএনে প্রকাশিত খবরে প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দুকধারী গুলি ছুড়তে ছুড়তে সিঁড়ি দিয়ে নেমে যায়।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, হতাহত ব্যক্তিদের চিকিত্সার জন্য স্থানীয় হাসপাতালগুলোকে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। গণমাধ্যম জানায়, ঘটনাস্থলে ১০ জন নিহত হয়। হাসপাতালে নেওয়ার পরে আরও চারজন মারা যান। আহত ব্যক্তিদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে ডেনভারের বিভিন্ন হাসপাতাল সূত্রে জানা গেছে। সূএ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।