আমাদের কথা খুঁজে নিন

   

মিসির আলি হারিয়ে গেলো !!!!

মানুষ এগিয়ে যায় অন্য সময়ে আকাশ বদলে যায় অন্য আকাশে মিসির আলি হারিয়ে গেলো !!!! আমার প্রথম ভালো লাগা ...। যার প্রতিটি শব্দ আমি দুবার করে পড়তাম ...। নিজেকে মিসির আলি ভাবতে ভালো লাগতো ভীষণ ,মনে মনে নানা রহস্য গল্প বানিয়ে ফেলতাম ...। একা একা কথা বলতাম ...। ভাবতাম, যদি কখন তার সাথে দেখা হয়ে যায় তবে জানতে চাইবো ...।

আমি যদি আপনার মত হই তাহলে আমার নাম কি হবে ? মহিলা মিসির আলি নাকি অন্য কিছু ??????? হিমু কে ভালো লাগতো ... তবে কখনো হিমু হতে চাইনি বরং ভাবতাম দেখা হলে বকে দিব ...কেন অযথা পাগলামি করে সবাইকে কষ্ট দেয় !!!!! এমন ভালো লাগা বা কষ্ট এর অনুভুতি আর কখনো পাবো না ............ এভাবেই হারিয়ে যায় সব অনুভূতি , সব নক্ষত্র ...!!!!!!!!!!!!!!!!! শৈশবে যার বই পড়ে কেটে গেছে অনেক দুপুর বিকেল .। শিশুমনের জানালা খুলে দেয়ার পেছনে যার এত অবদান, এক সময় যৌবনে এসে তার প্রতি অনেক অভিমান আর অভিযোগ মনে জড়ো হল, সেই মানুষটা আজ শুনি হুট করে নেই হয়ে গেলেন.......মুছে গেলো সকল অভিযোগ .। । । অভিমান .।

। আামি হূমায়ন আহমেদের নয় তার লেখার ভক্ত ছিলাম আমি কিন্তু তার মৃত্যুতে আমি শুধু শোকাহত হই নাই বরং ভীত হয়েছি। কারণ আমাকেও মারা যেতে হবে। জীবনের শেষ পর্যায়ে এসে তিনি ধর্মীয় বিষয় সম্পর্কে মন্তব্য করে বিতর্কিত হয়েছিলেন। তাই হয়তো অনেকে তার সম্পর্কে খারাপ কথা বলবেন যা করা মোটেই ঠিক হবে না।

আমি যতদূর জানি তিনি ইসলামবিরোধী ছিলেন না , এক আল্লাহ এ তার বিশ্বাস ছিল ...। তারপরো কিছু কথা শুনেছিলাম কিন্তু সত্য মথ্যা জানিনা ..। । যদি তেমন কিছু করে বা বলে থাকেন তবে .। ।

.। মহান আল্লাহ্ পাক তার বিচার করবেন। আমরা মুসলিমরা যেন নিজেদের জবানকে হেফাজত করি। ভাল কথা বলতে না পারলে অন্তত চুপ থাকি। ...।

। কারো দোষ বলার দরকার নেই বরং এক্লকজন মুস্লিম হিসেবে সেটা গোপন রাখতেই বলা হয়েছে ...। সেটাই উত্তম .। । ।

তার জন্য যেমন সবাই শোক করছে তেমনি কেউ কেউ বিরূপ মন্তব্য ও করছে .। । যেটার কোন মানে হয় না .। .। .।

.। । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।