আমাদের কথা খুঁজে নিন

   

মিনি কবিতা

পালোয়ানের প্রলাপ ১. মনটা ছিদ্র ছিদ্র হয়ে গিয়েছিলো খুব; আর- সেই ফোকড়ে বাসা বেঁধেছিলো ঘৃণার মাকড়! এখন মনের ফুটোয় প্রেম লেপে দিয়েছে এক জন। আপাতত বেশ পরিপূর্ণ বোধ করে মন। ২. এই মুহূর্তে আধখানা চাঁদ আকাশে। আপাতত আমার মতই একা সে। ৩. সে আমাকে দেখিয়েছিলো জোৎস্না, আর বলেছিলো, "খুব জোশ না?" আমি তখন পার্শ্ববর্তী চন্দ্রদর্শনে ব্যস্ত! আকাশের চাঁদ না দেখেই বলেছি, "বেশ তো!" ৪. আমার নোংরা দাঁতের জীবাণুরাও তোমাকে ভালবাসে, যতটা ভালবাসি আমি তোমার লালায় আমার ঠোঁট ভেজাতে। আমার কবিতার প্রতিটি অক্ষরে থাকুক তোমার জন্য প্রেম, যতটা প্রেম নিয়ে আমার নোংরা হাতে তোমার পবিত্রতা নষ্ট করি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।