আমাদের কথা খুঁজে নিন

   

শিক্ষক প্রশিক্ষণ এবং শিক্ষার গানিতিক উন্নয়ণ

আজকাল বাংলাদেশে প্রশিক্ষণের ধুম পড়েছে। প্রশিক্ষণ প্রদানকারী নানা সংস্থা আর প্রতিষ্টানের ভিড়ে আমি নিয়ত খুঁজে ফিরি ‘রাস্তার পাশে মূত্র বিসর্জন না করা’ সংক্রান্ত কোন প্রশিক্ষণ কোথাও দেওয়া হয় কিনা। রাস্তার পাশে মূত্র বিসর্জন আজকের ঢাকার অন্যতম নাগরিক মূল্যবোধের স্থলন, জনদুর্ভোগের কথা না হয় বাদই দিলাম। শিক্ষার সাথে মূল্যবোধের নিগূঢ় সম্পর্কের কথা আমরা জানি যদিও এব্যাপারে আমরা স্বেচ্চায় সচেতন হতে চাই না। কারন সচেতন হওয়ার যন্ত্রণা অনেক।

শিক্ষার সংখ্যাগত লক্ষ্যমাত্রা মোটামুটি অর্জিত হওয়ায় পর শিক্ষার গুনগত মান এখন আমাদের অন্যতম লক্ষ্য। উন্নত মানের প্রোডাক্ট পেতে হলে প্রয়োজন উন্নত মানের কাঁচামাল আর উন্নত মানের উৎপাদন ব্যবস্থ্যা। আমরা বাংলাদেশিরা যে অত্যন্ত উন্নত মানের কাঁচামাল সে বিষয়ে কোন সন্দেহ নেই। বিশ্বাস না হলে আসুন ধোলাইখালে কিংবা জিঞ্জিরায় কিংবা নীলক্ষেতে; কি চান আপনি- ফেরারি কিংবা জাগুয়ারের লেটেস্ট মডেলের কনভার্টিবল, সীব্যাগোসের জুতা নাকি সাতশ বছর আগে মারা গেছেন এমন কারো ন্যশনাল আইডি কার্ড; শর্তসাপেক্ষে সব সম্ভব। অর্থাৎ কাঁচামাল ভালো তাই এখন চলছে সিস্টেম ভালো করার প্রয়াস।

তাই শিক্ষকরা ভাসছেন ট্রেনিং জোয়ারে, কাউকে না পেলে খোদ সাহিত্যের শিক্ষককে ধরে এনে হয়ত বিজ্ঞান বিষয়ক ট্রেনিং দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। আসলে তার ফলাফলটা কি? শিক্ষকদের আমরা ট্রেনিং দিব, মাগার সম্মান দিব না। রাস্তায় তাদের ধরে পুলিশ দিয়ে পেটাবো অথচ কানে কানে বলব তোমরা জাতির কারিগর। কি আশ্চর্য সৃজনশীল পরিহাস। সারাপৃথিবীকে আমরা নাড়া দিতে পারি, বিশ্ব আমাদের সমীহ করে চলে, সৃষ্টি হয় ‘পলিসি ফর হরতাল’, বাচ্চারা পরীক্ষা দেয় রাত বারোটায়।

আর আমরা ভাবি আমাদের বাচ্চারা বড় হয়ে আমাদের মুখ উজ্জ্বল করবে- কি অদ্ভুত বোকার অভিনয় করে চলেছি আমরা। বিস্তারিত পড়ুন নিচের লিংকে- Click This Link ধন্যবাদ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.