আমাদের কথা খুঁজে নিন

   

বুয়েটের আন্দোলন নিয়ে ডয়চে ভেলে তে বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদ জানাচ্ছি।

ভিসি প্রোভিসির পদত্যাগে বুয়েটের চলমান আন্দোলনের খবর প্রকাশিত হয়েছে ডয়চে ভেলের ওয়েবসাইটে। কিন্তু যে ছবিটা সাথে দেওয়া হয়েছে, সেটা বুয়েটের ছাত্রছাত্রীদের ছবি নয়। পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে এটাকে টিএসসি এলাকা মনে হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি এর অফিসের পাশের এলাকা বলে ধারণা করছি। এই ছবিতে লাঠিসোটা হাতে ছেলে মেয়েদের দেখা যাচ্ছে।

বুয়েটের কোনো মিছিল কিংবা র‌্যালী ঐ পর্যন্ত যায় নাই। বুয়েট থেকে শিক্ষক এবং ছাত্রছাত্রীরা ২বার র‌্যালী করে ক্যাম্পাস থেকে বের হয়েছে। একদিন বের হয়ে শহীদ মিনার পর্যন্ত গিয়েছে, অন্যদিন গেল দোয়েল চত্বর পর্যন্ত। এবং কারো হাতেই কোনো রূপ লাঠিসোঠা ছিলো না। আমি তীব্র ভাষায় ডয়চে ভেলের মতো আন্তর্জাতিক মিডিয়াতে এমন একটা ভুল তথ্য প্রকাশ করার জন্য প্রতিবাদ জানাচ্ছি।

বুয়েটের চলমান আন্দোলন সম্পূর্ণ অহিংস একটা আন্দোলন, এতো অবস্হান, এতো প্রতিবাদ, কিন্তু বুয়েট ক্যাম্পাসে থেকেও ভিসি কিংবা প্রোভিসি তাদের দৈনন্দিন কর্মকান্ডে কোনো বাঁধা পান নাই। এই প্রতিবেদনটি পাঠিয়েছেন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা সম্পাদনা: দেবারতি গুহ যেখানে অর্ধশত সাংবাদিক নিয়মিত বুয়েট ক্যাম্পাসে উপস্হিত ছিলো, সেখানে ডয়চে ভেলের একজন রিপোর্টার নিজের বেড রুমে থেকে এই রিপোর্ট কিভাবে প্রকাশ করলো, সেটা আমার বোধগম্য হচ্ছে না। আমি আনুষ্ঠানিক ভাবে অভিযোগ জানাতে চাচ্ছি ডয়চে ভেলে কর্তৃপক্ষের কাছে। আমি রিপোর্ট করেছি, আপনারাও রিপোর্ট করুন। বুয়েটের নিয়মতান্ত্রিক আন্দোলনের কিছু ছবি (ডয়চে ভেলে কর্তৃপক্ষের জন্য) আর পারছিনা আমরা, ভিসি প্রোভিসির কি মোটা চামড়া !!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.