আমাদের কথা খুঁজে নিন

   

_"UBUNTU" একটি শিক্ষা মূলক গল্প

আফ্রিকায় একবার এক নৃতত্ববিদ একটি ঝুড়িতে অনেক গুলো ফল রেখে ঝুড়ি টা দূরে গাছের নিচে রাখলেন , তারপর কিছু সংখ্যক আফ্রিকান বাচ্চাদেটিকে বললেন '' তোমাদের মাঝে একটা খেলা প্রতিযোগিতা করবো , সবাই এক লাইন এ দাঁড়িয়ে দৌড় দিবে , যে আগে ঐ ঝুড়িটা ধরতে পারবে , ফল ভর্তি ঝুড়িটা তার , '' তিনি যখন বাচ্চাদের কে দৌড় দিতে বললেন তখন বাচ্চারা একা না দৌড় দিয়ে একে অপরের হাত ধরে একসাথে দৌড়াতে লাগল ! তিনি অবাক হয়ে দেখছেন ! বাচ্চারা একসাথে গিয়ে ঐ ফল ভর্তি ঝুড়িটা ধরল এবং গোল হয়ে বসে সবাই মিলে ফল খেতে লাগল ♥ তিনি তাদের কে জিজ্ঞেস করলেন " তোমরা চাইলে যে কোনও একজন সব ফল এর মালিক হতে পারতে , কেন এমন করলে ?? " তাদের মাঝে একজন জবাব দিল "UBUNTU ! কিভাবে আমাদের মাঝে একজন আনন্দে ফল খাবে আর বাকিরা মন খারাপ করে বসে থাকবে !" "UBUNTU" ওদের ভাষায় এইটা একটা উক্তি , যার মানে " I am because we are" সত্যি অসাধারণ ♥ এভাবে হয়তো আমরা কখনোই ভেবে দেখিনি ! আমরা যদি এমনটি করে সবাই সবার সুখ দুঃখ ভাগা- ভাগী করে নিতাম, সবাই সবার বিপদে পাশে আসতাম তাহলে দুঃখ কখনোই আমাদের ছুঁতে পারতো না ♥  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।