আমাদের কথা খুঁজে নিন

   

ফ্লোরিডায় ধেয়ে আসছে রাক্ষুসে শামুক

শামুক হচ্ছে সর্বগ্রাসী প্রজাতি। বিরাট আকৃতির আফ্রিকান শামুক প্রায় ৫০০ প্রজাতির লতাগুল্ম খেয়ে থাকে। তাই এদের সবচেয়ে আগ্রাসী প্রজাতি বলে চিহ্নিত করা হয়। এরা এমনকি প্লাস্টার করা প্রাচীর খেয়ে ফেলতে পারে। এ জাতীয় খাদ্য এ রাক্ষুসে শামুকের খোলস তৈরিতে ক্যালসিয়ামের উপাদান হিসেবে ব্যবহৃত হয়।

বিশেজ্ঞরা সম্প্রতি ফ্লোরিডার গেইন্সভিল শহরে এক বিজ্ঞান সম্মেলনে একত্রিত হয়ে এ আগ্রাসী শামুক নির্মূলের সবচেয়ে সহজ পথ সন্ধান করছিলেন। ফ্লোরিডা কৃষি বিভাগের মুখপাত্র ডেনিস ফিবার জানান, মিয়ামি-ডেড কাউন্টিতে প্রত্যেক সপ্তাহে প্রায় এক হাজার শামুক আক্রমণ করে। আর এ বাড়ির মালিক ২০১১ সালের সেপ্টম্বর থেকে এ পর্যন্ত প্রথম শামুকটি দেখার পর এক লাখ ১৭ হাজার শামুক দেখতে পেলেন। এরপর থেকেই বাড়ির লোকজন এদের বিরুদ্ধে কমবেশি লড়াই করতে শুরু করে দিলেন। আর বৃষ্টির মৌসুমে যখন এরা মাটির ভেতর থেকে বের হয়ে আসতে শুরু করে তখন পায়ের নিচে ফেলে পিষে মারতে হয়।

সংবাদ মাধ্যমকে এমন কথাই জানালেন ডেনিস ফিবার। তিনি আরো জানালেন, এসব শামুক সবুজ পদার্থ এবং তাদের আসা যাওয়ার পথে যা পায় তাতেই আক্রমণ করতে পছন্দ করে। প্রায়ই শামুকের নিঃসৃত আঠালো পদার্থ, বিষ্ঠা বিভিন্ন প্রাচীর ও রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। লিঙ্ক ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।