আমাদের কথা খুঁজে নিন

   

ফ্লোরিডায় ১৮ ফুট অজগর

এরআগে ২০১২ সালে ধরা পড়া অজগরের দৈর্ঘ্য ছিল ১৭ ফুট ৭ ইঞ্চি। জনবসতি বেড়ে যাওয়ায় এভারগ্ল্যাডস ন্যাশনাল পার্কে অজগরের ওপর কী ধরনের প্রভাব পড়ছে এ সম্পর্কে গবেষণারত একদল গবেষকের হাতে ওই অজগরটি ধরা পড়েছিল।
কিন্তু এবারের অজগরটি ধরা পড়ে একজন কলেজ ছাত্রের হাতে। জ্যাসন লিওন নামের ওই ছাত্র প্রত্যন্ত দক্ষিণপূর্বাঞ্চীয় মিয়ামিতে চলতি মাসের প্রথমদিকে ওই স্ত্রী অজগরটিকে আটক করে। রাস্তার পাশে একটি ঝোঁপের পাশে অজগরটির শরীরের একটি অংশ নড়াচড়া করার সময় প্রথম সেটি লিওনের চোখে পড়ে।


প্রাদেশিক মৎস্য ও বণ্যপ্রাণী কমিশনের মুখপাত্র কার্লি সেগেলসন জানান, লিওন তার এক বন্ধুকে সাথে নিয়ে ওই অজগরটির সঙ্গে লড়াই করে একটি ছুরির সাহায্যে সেটিকে হত্যা করে। এরপর সে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সংবাদটি অবহিত করে।
ফ্লোরিডায় বার্মিজ অজগর একটি আক্রমণকারী প্রাণঘাতী প্রাণী। এই প্রজাতির অজগরের আদিনিবাস ভারতীয় ও চীনের নিম্নাঞ্চল। এই অজগরটি লম্বায় ২৬ ফুট ও ওজনে ২শ’ পাউন্ড পর্যন্ত হতে পারে।


দক্ষিণ ফ্লোরিডায় প্রায়ই বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী লোকালয়ে চলে আসে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।