আমাদের কথা খুঁজে নিন

   

আজকের মোবাইল কথনঃ নোকিয়া লুমিয়া ৬১০

মোবাইল যখন আমাদের নিত্যসঙ্গী তখন তা নিয়ে ছোট-বড় নানান তথ্য নিয়ে হাজির হব সবসময়। বর্তমান বাজার , ফিচার, গেইমস, অ্যাপস, মূল্য, রঙ, আকার এইরকম নানান বিষয় নিয়ে কথা বলবো প্রতিদিন। এভাবে আমাদের মোবাইল জীবন আলোচনায় থাকবে।   নোকিয়ার লুমিয়া সিরিজের আরেকটি সদস্য লুমিয়া ৬১০। এটিও একটি উইন্ডোজ ৭.৫ স্মার্টফোন এবং বাংলাদেশের বাজারের সবচেয়ে সুলভমুল্যের উইন্ডোজ ফোন।

১৩১.৫গ্রাম ওজনের এই সেটটির পুরুত্ত মাত্র ১২মিলিমিটার। এতে আছে ৩.৭" ক্যাপাসিটিভ মাল্টি টাচ স্ক্রিন। সেটটি মোট চারটি রঙে পাবেন। মোবাইলটি চালাতে থাকছে .৮গিগা হার্জ প্রসেসর, ২৫৬ এমবি র‍্যাম, এবং ৮জিবি স্টোরেজ। তবে কোনও এক্সটারনাল মেমোরিকার্ড ব্যবহার করার সুবিধা থাকছে না।

এতে আছে জিও ট্যাগিং ও ফেস ডিটেকশন ফিচার সহ এলইডি ফ্লাস জুক্ত ৫মেগাপিক্সেল ক্যামেরা, ভিডিও রেকরডিং করার সুবিধা সহ। নোকিয়া এক্স৭ এ আছে বিপি-৩এল ১৩০০এমএএইচ ব্যাটারি যা আপনাকে প্রায় সাড়ে ১০ঘন্টা টকটাইম এবং একবার ফুল চার্জ দিয়ে আপনি ৩৫ঘন্টার অডিও চালাতে পারবেন। সেটটি ২জি এবং ৩জি উভয় নেটওয়ার্কই সাপোর্ট করে। এছাড়া ওয়াইফাই এবং ১০ক্লাসের জিপিআরএস এবং এজ ইন্টারনেট কানেকশন সমর্থন করে। এত ফিচার সহ নোকিয়া লুমিয়া ৬১০ এর দাম পড়বে ১৯,৫০০ টাকা।

পাবেন সকল যেকোনো বড় মোবাইল শোরুমে। ফোনটির ব্যাপারে যেকোনো মতামত দিতে পারেন এখানে। এবং আপনার মোবাইল বিষয়ক যেকোনো পোস্ট অবশ্যই দিবেন আমাদের সকলের গ্রুপ মোবাইল খুঁটিনাটি তে। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।