আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুকে বিব্রত-১

ফেসবুকে দেয়া আমার কিছু স্ট্যাটাস নিয়ে এর মধ্যে কিছুদিন কর্মক্ষেত্রে বেশ কুরুক্ষেত্র বেধে গেছে। এমনকি অফিসের যারা ফেসবুক ব্যবহার করেন না তাদেরকেও ডেকে দেখানো হয়েছে আমার স্ট্যাটাস, বিরাট আলোচনার বিষয়ও ছিলো সেগুলো। অথচ বিশ্বাস করেন, অফিস সম্পর্কিত কিছুই ছিলো না সেখানে। বলা হলো, আমি নাকি তসলিমা নাসরিন হতে চাইছি তখন এক সহকর্মী পরামর্শ দিলেন, আপনি ব্লগ লিখতে পারেন। ওকে, তবে তাই হোক...লিখছি এই ব্লগে সামুর যারা আমার ফেবু ফ্রেন্ড লিস্টে আছেন তারা জানেন কতটা নির্দোষ ছিলো আমার স্ট্যাটাসগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের মেয়েদের নিয়ে যেসব প্রচলিত রিউমারগুলো আছে সেগুলোই আমি অভ্র সফটওয়্যারে ফুটিয়ে তুলেছিলাম।

তাতেই যতো যন্ত্রণা একটি নমুনার কপিপেস্ট তুলে দিচ্ছি.... "বঙ্গদেশের একটা গল্প বেশ প্রচলিত। সেটা হইলো : "অমুক পাবলিক বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হলের পাশে নাকি প্রচুর পরিমান লম্বা বেগুন পড়িয়া থাকিতে দেখা গিয়াছে। অমুকের অমুকের অমুকের অমুক নাকি উহা স্বচক্ষে দেখিয়া আসিয়াছেন। অমুক যখন গল্পটি করেন তখন তাহার চকচকা চক্ষু দেখিলে মনে হইতে পারে ওই লম্বা বেগুন মেয়েরা কি উপায়ে ব্যবহার করিতেছে তাহা উনিও স্বচক্ষে দেখিয়া আসিয়াছেন। " মজার ব্যাপার হলো, আমি এখন পর্যন্ত একজন মানুষও পাইনি যে নিজে বেগুনের স্তুপ দেখেছে, সবাই বিভিন্নজনের কাছ থেকে বিশ্বস্তসূত্রে খবর পেয়েছে হে পুরুষ...তোমার জন্য আমার বড্ড চিন্তা হচ্ছে।

নারী জাতি যদি বেগুন দিয়েই শিশ্মের কাজ চালিয়ে নিতে শুরু করে তবে তোমার অস্তিত্ব তো সংকটের মুখে! তোমার বংশের বিস্তার ঘটবে না! তোমার পৌরুষের প্রকাশ ঘটবে কি করে? কি হবে বলো??" ........সহকর্মী আর বড় ভাইদের কথা আমি রেখেছি। মুছে দিয়েছি স্ট্যাটাসটা দেবো না আর এই সব জ্বালাময়ী স্ট্যাটাস। জানি না কেন সবার এতো জ্বলে আমার একাউন্ট অথচ আমার মত আমি প্রকাশ করতে পারবো না। অথচ চুপিসারে নীল ছবি দেখতে পারবো, চটি সাইট পড়তে পারবো, সহকর্মীর বুক থেকে ওড়না সরে গেলে তা রসিয়ে রসিয়ে দেখতে পারবো....কিন্তু ফেসবুকে স্বাধীনভাবে একটা স্ট্যাটাস দিতে পারবো না। বিচিত্র পৃথিবী!!!!! কিছুদিন আগে এক সহকর্মী আমার ঢাবি থেকে পাস করা এক নারী সহকর্মেকে বল্লেন : পাবলিক বিশ্ববিদ্যালয়ের হলের মেয়েরা কিভাবে হাতখরচ চালায় তা তার জানা আছে।

স্পষ্টই বলে বসলেন যে, এই সব মেয়েরা নাকি ছেলেদের ঘাড় ভেঙে, ছেলে পটিয়ে, দেহ খাটিয়ে চলে এইটাকে কি করা উচিত বলেন তো? এইটার মতে এই পৃথিবীতে তার মা ছাড়া সব নারীই খারাপ। অথচ এই ভদ্রলোকের (!!) একটি কন্যাস্ন্তান আছে। যাই হোক...জগতের সকল প্রাণী সুখী হোক, এই কামনা করে অনেকদিন পর রেখা পোস্টটা পোস্ট করছি। যদি্ও মেজাজটা খুব বিলা হয়ে আছে ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.