আমাদের কথা খুঁজে নিন

   

বলিউডের কাপূর পরিবার (পৃথ্বিরাজ) ফটোপোস্ট

সুন্দর মনের থেকে সুন্দর শরীর অনেক আকর্ষণীয়। দাদাসাহেব ফালকের প্রযোজনা ও পরিচালনায় ইন্ডিয়ান সিনেমার যাত্রা শুরু। তার নির্মিত প্রথম পূর্ণদৈর্ঘ চলচ্চিত্রের নাম রাজা হরিশ্চন্দ্র (১৯১৩)। সে হিশেবমতে বলিউডের বয়স প্রায় শতবর্ষ হতে চলেছে। এই দীর্ঘ সময়ে বলিউডে সবচে প্রভাব বিস্তারকারী পরিবার বলা হয় কাপূর পরিবারকে।

দশকের পর দশক, জেনারেশনের পর জেনারেশন রাজত্ব করেই চলেছেন। বলিউডে কাপূর পরিবারের প্রথম সদস্যের নাম পৃথ্বিরাজ কাপূর (১৯০১-১৯৭২)। জন্ম, পাকিস্তান লালপুরে (বর্তমানে ফয়সালাবাদ। পেশোয়ারের এডওয়ার্ড কলেজে লেখাপড়ার পাঠ চুকিয়ে থিয়েটারের নেশায় চলে আসেন বোম্বে। প্রথম দুটি ছবিতে এক্সট্রা রোলে অভিনয় করলেও তৃতীয় ছবিতেই প্রধান রোল পেয়ে যান, তারপরের সবটাই ইতিহাস...।

পৃথ্বিরাজ কাপূর পৃথ্বিরাজের ছয় সন্তানের মধ্যে তিন সন্তানই বিখ্যাত জিনিশ- রাজ কাপূর, শশী কাপূর এবং শাম্মী কাপূর। রাজ কাপূর শশী কাপূর শাম্মী কাপূর রাজবৃক্ষ রাজ কাপূরের পাচ সন্তান- রণধীর কাপূর, ঋতু নন্দা, ঋষি কাপূর এবং রাজীব কাপূর। ঋতু নন্দা ব্যতীত সবাই বলিউডের বড়ো বড়ো বস। ঋতু নন্দাও অবশ্য ফেলার বিষয় নয়, ইন্ডিয়ার ইন্সুরেন্স ম্যাগনেট। ইন্সুরেন্স কপ্চাইয়া গিনেস বুকেও নাম লেখাইছে।

ঋতুর আরেকটা পরিচয় আছে, তিনি অমিতাভ বচ্চনের মেয়ে শ্বেতা বচ্চনের শাশুরি। রণধীর কাপূর (কারিশমা-কারিনার বাবা) ববিতা কাপূর (কারিশমা-কারিনার মা) ঋতু নন্দা (অমিতাভ বচ্চনের বেয়াইন) ঋষি কাপূর (রণবীর কাপূরের বাবা) নিতু সিং (রণবীর কাপূরের মা) রাজীব কাপূর রণধীর কাপুর বিয়ে করেছেন বিখ্যাত অভিনেত্রী ববিতাকে, তাদের আছে দুটি বিখ্যাত কন্যা- কারিশমা কাপূর আর কারিনা কাপূর। ঋষি কাপূরের স্ত্রী বিখ্যাত অভিনেত্রী নিতু সিং। তাদের ঘরেও দুই সন্তান, একজন আবার হালের ভয়াবহ ক্রেজ- রণবীর কাপূর। আর আরেকজন হচ্ছেন রিদিমা কাপূর।

রণবীরের একটিমাত্র বোন, অতোটা নামডাক নেই, তারপরও যেই ফ্যামিলিতে জন্মাইছে, কিছু না করলেও বড়ো স্টার। গত ফেব্রুয়ারি মাসে রিদিমা তার ছোট ভাই রণবীরকে ডিনারে আমন্ত্রণ জানিয়েছিলো, এই খবর আবার ছেপেছে ইন্ডিয়ার গুরুত্বপূর্ণসব পত্রিকা, এমনকি টাইমস অব ইন্ডিয়া। তাই অরে আর বাদ দিয়া লাভ নাই, দিলাম, রিদিমা কাপূরেরও একটা ছবি...। কারিশমা কাপূর কারিনা কাপূর (নবাব পরিবারের হবু বধু) রণবীর কাপূর রিদিমা কাপূর পরিশিষ্ট : যাদের ছবি দিয়েছি তাদের বাইরেও কাপূর পরিবারের অনেক সদস্য আছে, যারা অতিমাত্রায় পরিচিত। কিন্তু আমি তাদেরকে সচেতনভাবেই এড়িয়ে গিয়েছি।

কারণ, আমি জনপ্রিয়তার দিকটাকেই গুরুত্ব দিয়েছি বেশি...। কাপূর পরিবার বলিউডে আরেকটি আছে, সেটাকে সুরিন্দর কাপূর পরিবার বলা হয়। এ পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য হচ্ছে অনিল কাপূর এবং সোনম কাপূর। তবে এ কাপূর অংশটি কিছু ক্ষেত্রে অনেক জনপ্রিয় হলেও পৃথ্বিরাজদের কাছে অনেকটাই ম্রিয়মান...। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।