আমাদের কথা খুঁজে নিন

   

চরম একটি লেখা!!! এটি পড়লে আপনার দুঃখের দিনগুলো মনে পড়বে।

মডারেসন প্যানেল আমাকে ব্যান করায় আমি পোস্ট দিতে পারছিনা। জানিনা এরা কবে আমাকে লিখতে দিবে। সালমান খান, সুমাইয়া কাজী, এদের মত সারা বিশ্বের বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান, ব্রিটিশ নাগরিকদের জোর করে 'বাংলাদেশী' বানানোর চেষ্টার চেয়ে হাস্যকর কি আছে? এদেরকে 'বাংলাদেশী' বলে জোর করে গর্ব করার ভিতর দিয়ে আমরা জাতি হিসেবে নিজেদের 'ইনফিরিওরিটি কমপ্লেক্স' তুলে ধরছি মাত্র। এরা আজকে ওই অবস্থায় গিয়েছে কারণ তারা পড়াশুনা করেছে আমেরিকার মত দেশে, তাঁদেরকে গড়ে তুলেছে তাঁদের-ই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। এখানে বাংলাদেশের কি কৃতিত্ব? এদেরকে কোনভাবেই খাটো করছি না। কিন্তু গর্ব করতে হলে গর্ব করুন এই হতদরিদ্র দেশ থেকে যারা আজকে সারা বিশ্বে সম্মানজনক অবস্থায় নিজেকে নিয়েছে তাঁদের নিয়ে। যারা এই দেশের আগুন-জলে বড় হয়েছে, ভাঙা ইন্টারনেট গুঁতিয়ে নিজের জানার পরিধি বাড়াতে চেয়েছে, অসহ্য গরমে ক্লাস ধরতে বাসে ঝুলে দৌড়েছে, ক্যাম্পাসে ক্লাস করেছে যেকোনো মুহূর্তে সন্ত্রাসী আক্রমণের ভয় নিয়ে। এরকম হাজার হাজার 'বাংলাদেশী' ছড়িয়ে আছে সারা বিশ্বে।" - সংগৃহীত আমরা কত কষ্ট করে কত জ্যাম ঠেলে, কত হরতালের টিয়ার সেল গায়ে মেখে পড়ালেখা করি, আর আমাদের মাঝ থেকে যারা বড় হয় তাদের নিয়েই আমাদের বেশি গর্ব করা উচিত।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।