আমাদের কথা খুঁজে নিন

   

দুঃখ সয়ে সয়ে আমি নিজেই হয়ে গেছি দুঃখের এক একটি শব্দ।

শাফিক আফতাব............. কত আর দুঃখ দেবে ? আমি সদরঘাটের ন্যুজ্ব কুলি আজ অতিরিক্ত ভারে। সারাটি জীবন খেঁটেছি হাভাতে মানুষের মতোন নিরন্ন পীড়িত আর্ত মানুষের মতোন বুভুক্ষূ অনুভবে রাত্রি করেছি কাবার হাসিমুখে । তবু কিছু বলিনি। মুখ বুজে সয়ে গেছি আঘাত লাঞ্ছনা অপমান আর দুঃখের যাতনাময় জটিলবাবাক্যের উত্তাপ। কত আর দুঃখ দেবে, দুঃখের ভারে মেরুদণ্ড বেঁকে গেছে অশীতিপর বৃদ্ধের মতো। পুড়ে খাক হয়ে গেছে হৃদয়ের পতিত ভূমি কত আর দুঃখ দেবে ? দুঃখ সয়ে সয়ে আমি নিজেই হয়ে গেছি দুঃখের এক একটি শব্দ। আমাকে আর দুঃখ দেবার হুমকি দিও না............. ০৬.০৭.২০১৩


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.