আমাদের কথা খুঁজে নিন

   

শুরু থেকে শেষ না হয়ে শেষ থেকে শুরু হত যদি

রুগ্ন, জীর্ণ, লীন, ক্ষয়ি অতঃপর মৃত্যুর মত স্তব্ধ একাল সেকাল মহাকাল ছাপিয়ে দুর্নিবার ছুটে চলা কালের চঞ্চু ঠুকিয়ে অদৃশ্যের পদ চুম্বন-লেহন স্বপ্নের আবাবিল ডানা ঝাপটে হারায় অজানায় সজনের ডাটায় ভর করে বিষাক্ত যমদূত ডাহুক আর ডমুর ফিঙে আর ঝিঙে কি আজব! শকুনির পাখা অগ্নিচক্ষু মেলে নিম-নিসিন্ধের ভাগাড়ে একপ্রস্থ আলো নিয়ে অন্ধকারের গোলকধাঁধাঁ আরশোলা-কুনোব্যাঙ, স্যাতসেঁতে-পরিত্যক্ত ঘরের কোণ লাল টকটকে মাকালের আকাল ভেতরে আর্তনাদ ছোবলা ডিঙিয়ে দা মেলে নারকেলের কংক্রিটে তুষের নিষ্পেষণে কুঁড়োর অন্তিম হাঁসের পেটে শিমের মাচা সন্ধ্যা বেলায় নড়ে ওঠে, কি রে! ফিনকি দিয়ে দিয়ে অট্র হাসে সময়ের ফিনিক্স অলিক সমাপ্তি থেকে হয়ত শুরু হয় সূত্রপাত বৃদ্ধ একই পথ বেয়ে মুখ লুকায় মাতৃ জঠরে ভাগাড় থেকে কবর থেকে উঠে আসছে শয়ে শয়ে আবার পাহাড়ের গুহায়, গাছের ডালে,কখনো যাযাবর ইসরাফিল ফুকল সিঙা ঘোষিল রোজ কিয়ামত তবে বুমেরাং, পেছন ফিরে তাকালো ক্যাঙারু লাফিয়ে লাফিয়ে পুনরায় পৃথিবীর কোলাহলে হায় বেলা নুয়ে পড়ে তবুও সলতে জ্বলেনি তুলসি তলায় পায়রার পালকে লাগে নি শান্তির স্বর্ণপদক শিশির দিয়ে মোছা হয় নি ঘামের রক্ত মায়ের আঁচল পারে নি আগলাতে আমার শেষ নয় আবার শুরু চাই!  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.