আমাদের কথা খুঁজে নিন

   

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন: গুরুর নিকট শুরু থেকে শুরু করুন

আমার সাথে যোগাযোগ করতে http://bn.jinnatulhasan.com/blog এ ভিজিট করুন।
র্পূব প্রকাশ: সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন: গুরুর নিকট শুরু থেকে শুরু করুন যারা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে সাধারন জ্ঞান রাখেন, তারা নিশ্চয়ই জানেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দুই প্রকারের হয়ে থাকে। প্রথমটি নিজের ওয়েবসাইটের বিভিন্ন দিক সার্চ ইঞ্জিন বান্ধব করতে হয় আর অন্যটি ইন্টারনেট অন্য ওয়েবসাইট কিংবা সোশাল মিডিয়াতে প্রচারনা (ব্যাকলিংক সংগ্রহ) করা। নিজের ওয়েবসাইটের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন খুব সহজ। অল্প কিছু সাধারণ বিষয়ের উপর নজর দিতে হয়।

আর ওয়ার্ডপ্রেস ব্যবহার করলে পুরো ব্যাপারটিই আরও অনেক সহজ হয়ে যায়। এরপরেও দেখা যায়, নবীন ব্লগার/ওয়েবমাষ্টার/ওয়েবডেভেলপাররা বিষয়গুলো অজ্ঞতাবশত এড়িয়ে যান। চলুন দেখা যাক বিষয়গুলো কি কি * ওয়েবপেজের মেটা ট্যাগের (title + meta description) উপযুক্ত ব্যবহার * সার্চ ইঞ্জিন বান্ধব URL তৈরি * সাইটের উন্নত নেভিগেশন * উন্নত লেখা/কনটেন্ট * উন্নত এ্যাংকর (লিংক) টেক্স্ট * হেডলাইনের যথাযথ ব্যবহার * ছবিতে উপযুক্ত ALT ট্যাগ ব্যবহার করা * robots.txt এর উপযুক্ত ব্যবহার * rel = nofollow লিংক বিষয়ে সাবধানতা পোষ্টের শিরোনাম দেখে ঘাবড়ে যাবার কিছু নাই, আমি নিজেকে সার্চ ইঞ্জিন গুরু বলার সাহস রাখি না। আসলে আমি গুগলের কথা বলছিলাম। সারাদিন আমরা গুগল গুগল করি, কিন্তু আমরা কি দেড় বছর আগে নবীনদের জন্য প্রকাশিত গুগলের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন গাইডটি পড়ে দেখেছি? গাইডটিতে উপরের বিষয়গুলো খুবই সহজ ভাষায় উদাহরণসহকারে আলোচনা করা হয়েছে, যা যেকোনো পাঠকমাত্র বুঝতে পারবেন।

অনেকেই হয়তো বলবেন, বইটি একদম বাচ্চাদের জন্য। এতে কিছুই শেখার নেই। তারপরেও আমার মনে হয় প্রত্যেকরই অন্তত একবার হলেও ইবুকটি পড়া উচিত। কারণ বাচ্চা বয়স থেকেই জ্ঞানের খুঁটি মজবুত করতে হয়। ইবুকটি ডাউনলোড করে পড়ুন।

বইতে আলোচিত বিষয়গুলো কিভাবে ওয়ার্ডপ্রেসে প্রয়োগ করা যায়, এরপর আমি সেই বিষয়গুলো একটি একটি করে আলোচনা করতে চেষ্টা করব। শুভ কামনা রইল সবার জন্য। ------------------------------------------------------------------ আপনার পক্ষে কি প্রতিদিন আমার ব্যক্তিগত ব্লগে আসা সম্ভব হয় না? তাহলে আপনি আমার ইমেইল নিউজলেটার সাবসক্রাইব করতে পারেন। এর মাধ্যমে আমি নতুন কোনো ব্লগ পোষ্ট করলে আপনি স্বয়ংক্রিয়ভাবে তার সন্ধান পেয়ে যাবেন আপনার নিজের ইমেইলের ইনবক্সে। আশা করি এই ফিচারটি বার বার আমার ব্লগে আসার পেছনে আপনার অনেকটা সময় বাঁচিয়ে দেবে।

সর্বশেষ হিসেবমতে, ৩০৫ জন পাঠক নিয়মিত ইমেইল নিউজলেটার পড়ছেন। ------------------------------------------------------------------
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.