আমাদের কথা খুঁজে নিন

   

আসুন তর্ক করি। ইংরেজী ক্যালেন্ডারে একটি নতুন দিন রাত ১২টার পর শুরু হলেও বাংলা ক্যালেন্ডারে কখন শুরু হয় ?

মিজান রহমান শ্রেষ্ঠ একটি শিক্ষামুলক পোস্ট ইংরেজী ক্যালেন্ডারে একটি নতুন দিন রাত ১২টার পর শুরু হলেও বাংলা ক্যালেন্ডারে কখন শুরু হয় ? মোগল সম্রাট বাবরের আমলে তারিখ ই এলাহি নামে যে ক্যালেন্ডার ব্যবহার শুরু হয়েছিল সেটিই যুগে যুগে পরিবর্তিত হয়েছে হয়েছে বাংলা ক্যালেন্ডার। হিজরী সালের ৯৬৩ বর্ষকে ধার করে ১৫৫৬ খৃষ্টাব্দে শুরু হয়ে সৌর পদ্ধতিতে গণনা করে ১৪১৮ পরিনত হয়েছে। বাংলার ঐতিহ্য এই বাংলা সালের দিন গণনার শুরু নাকি সকালে সূর্যদ্বয়ের পর থেকে। হিজরী সাল গণনা করা হয় সন্ধ্যা থেকে। প্রশ্ন হচ্ছে, বর্তমানে আমরা যে বাংলা ক্যালেন্ডার ব্যবহার করছি সে ক্যালেন্ডার মতে বাংলা ক্যালেন্ডারের দিন শুরু হয় কখন থেকে ? (ক). সন্ধ্যা থেকে (খ). রাত ১২টার পর থেকে (মধ্য রাত থেকে) (গ). সকালে সূর্যদ্বয়ের পর থেকে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।