আমাদের কথা খুঁজে নিন

   

নিঃশব্দের ঘুণপোকা

মানুষ এগিয়ে যায় অন্য সময়ে আকাশ বদলে যায় অন্য আকাশে চন্দ্রালোকিত মধ্যরাত্রির মুখোমুখি দাঁড়িয়ে নিঃসঙ্গতায় চেয়ে দেখি ঘুমন্ত নগরী নিঃশব্দ জোনাকিরা গল্প বুনে , একাকীত্বর সঙ্গী হয়ে চন্দ্রমল্লিকার সুবাস মাখা প্রিয় বারান্দা এই জোছনা ঘেরা রাত্রি , নির্জনতা বড় আপন মনে হয় একান্ত আমার চাঁদের আলোয় শিশির ভেজা ঘাশে আপন ছায়া জানালার গ্রিল , বারান্দার চৌকাঠ নারকেল পাতার ফাঁকে ঝিরিঝিরি নীল দুরের নক্ষত্র , সব সবই আমার রাত নিরবতায় অনুভুতির কথোপকথন শুভ্রতার বাগান গড়ে আকাশ মেঘ হয়ে নীল আকাশের সাদা মেঘ গুলো রাত নামতেই কোথায় হারিয়ে যায়!! নাকি রাতের প্রলোভনে রাত অন্ধকারে বিলিন হয় অনুভুতি , নিভৃতে মিলায় জীবন কাব্য , প্রশ্নবিদ্ধ অন্তরালের আমি কি তার পরিনতি ? উজ্জ্বল মেঘ পোষাকে মাটির বিছানা ? নিঃশব্দ নিরাপরাধ ঘুম ...... ? কোলাহলে চাপা পরা অনুভূতি একটু একটু করে জাগ্রত হয় জানান দেয় স্রষ্টার উপস্থিতি গ্যালারিতে সমস্ত নক্ষত্র রা , চেয়ে উপহাস করে ......। ( সু দীর্ঘ ৭ মাস পর সেফ হইছি তাই মনের আনন্দে ( দুশকে ) পুরনো লেখা শেয়ার দিলাম .।প্রথম পাতা বলে কথা !!!!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।