আমাদের কথা খুঁজে নিন

   

নিঃশব্দের ঢেউ

সমুদ্রের কোল ঘেষে সীমানায় হাজারো পাখি উড়ে যায় আমি দেখি এক দৃষ্টিতে তাকিয়ে তারা নাচে শিল্পীর মত মাথা ঝাঁকিয়ে নাচের তালে সমুদ্র তরঙ্গের ঢেউ জ্বলজ্বল করে দিগন্তের বুকে এই অনুপম কাব্যিক দৃশ্য দেখে কবিতা জন্ম নেয় একাকী মেঘের সাথে কাটানো আমার সহবাস থেকে পাহাড় ও উপত্যকা বেয়ে নুইয়ে পড়া চলমান সূ্র্যের কিরণ ছু্ঁতে পারে না শেষ সীমারেখা সাগরের কূল বেয়ে মৃদু হাওয়া ছুঁয়ে যায় সমুদ্র ঊর্মি, কাশফুল ও একখণ্ড মেঘ কখন যে আমি ঘুমিয়ে গেছি পরম তৃপ্তির আনন্দে হাওয়ার নৃত্য ছুঁয়ে গেছে মন আকাশের দিকে চেয়ে আছি সানন্দে । ৩১।০৭।০২, শিবেরহাট, সন্দ্বীপ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।