আমাদের কথা খুঁজে নিন

   

সেই মেয়েটি

ঠিক যেখানে দিনের শুরু অন্ধ কাল রাত্রি শেষ মন যত দূর চাইছে যেতে ঠিক ততদূর আমার দেশ । এ মানচিত্র জ্বলছে জ্বলুক এই দাবানল পোড়াক চোখ আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক । সেই মেয়েটি যার জন্য এনে দিতে পারি আকাশে জ্বলা তারাটি । যার জন্য হাতে রাখি আমি গোটা দশ নীলপদ্ম যার জন্য লোকে বলে মোরে উন্মাদ বদ্ধ । যার জন্যে আমি যাযাবর কি বিষে জানি ছেড়েছি যে ঘর পরকে করেছে আপন সে যে মোরকে করেছে পর । যার জন্যে বুকটা ব্যাথা যার জন্যে ছেড়েছি যে কথা তবু কেন সব পিছু ফেলে তার অদ্ভূত নীরবতা । হয়তো তারও কেউ আছে তাকে নিয়ে তার ভাবার আছে । রঙ্গীন কিছু স্বপ্ন আছে এক আকাশ জোছনা আছে এক পৃথিবী সবুজ আছে । নয়তো শিশির ধোয়া দূর্বাঘাসের মতো কিছু কষ্ট আছে নিগূঢ় কিছু চাওয়ার আছে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।