আমাদের কথা খুঁজে নিন

   

আমি শুদ্ধ হবো। মোরে ক্ষমা কর। বলও মোরে তাড়াবে না।

আমি অবশ্যই সঠিক পথে হেঁটেছি, যে পথে আমি শত সহস্র মানুষের পেছনে হেঁটেছি। তোরা মোরে গঙ্গার গঙ্গোত্রীর এক মুঠো সাদা বালি এনে দে ! আমি সারা গায়ে মাখবো আর পদ্মার নীল জলে ধুয়ে শুদ্ধ হবো! বলছি, সেদিন রাস্তায় গালি দেয়া, অচেনা সেই লোকের কাছে আজ রাতেই স্বপ্নে ক্ষমা চেয়ে নেবো কাল সকালে জানালায় কর্কশ গলায়, ধিক্কার করা টুনটুনির জন্য দুটো সেদ্ধ ভাত এনে রাখবো। যতবার চোখ বদ্ধ করবো তারও বেশি একবার আমি সাবধান হবো, বলছি মোরে ক্ষমা কর। আর মনে হাত রেখে বলো মোরে তাড়াবে না এই সোনার ঘর ছেড়ে ঐ দূরের অন্ধকার বটতলায় তোমরা তো জানো না ঐ বট-ভুত এখনো আময় ক্ষমা করে নি! বল লজ্জা ভরা চোখে আমি দাঁড়াবো কেমন করে? আমি গত ২৪ ঘণ্টা নিজ অপরাধে ব্লক হয়ে ছিলাম। আমি আমার অপরাধে ক্ষমা প্রার্থী।  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।