আমাদের কথা খুঁজে নিন

   

যুদ্ধ এখন শুদ্ধ আলো

- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -

উৎসর্গঃ বঙ্গমাতার সকল কুলাঙ্গার নেতাদের। ধর্ম আর ধর্ম নয় অবাধ ব্যবসার তরবারি বিশ্বাস বেছে নিয়েছে কিনে বিবেক আমাদের-ই একই মাটি একই রক্তস্রোত তবুও সৃষ্টি ভ্রান্তিময় স্রষ্টার বাণী ঐক্যপথ মিথ্যে ওরা সত্য নয় রাজ্যশালা অন্ধকূপ অশ্লীল এই রাজনীতি মুখোশে ঢাকা সত্যরূপ, সূক্ষ্ম অভিনয় ক্ষমতার লোভে মূর্খ সব বলে যায় প্রাণহীন প্রলাপ পৃথিবীর চোখে আমরা তাই অভিশপ্তময়। লক্ষ প্রাণের রক্ত ছোঁয়া মলিন স্বাধীনতা লাল সবুজের দু'পাশ জুড়ে শুধু ধর্ষণ, লুন্ঠন, অস্ত্রকথা, নির্জীব তবে নির্ভীক যেন বন্দি নয় মানব জাতি আমরা শাস্তির দাবিতে সুস্থ মস্তিষ্কে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি যুদ্ধ এখন শুদ্ধ আলো শান্তি মৃত সুখ এসো এগিয়ে ভুলে অভিমান ভেঙে দাও আঁধার, কেড়ে নাও হারানো অধিকার মুক্তির চোখে স্বপ্নের এ অবসান যুদ্ধ এখন শুদ্ধ আলো ভেঙে যাও আঁধার আজ। ___________________________ গুঞ্জন শোনা যাক ঘরে ঘরে... সত্য প্রলাপ


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.