আমাদের কথা খুঁজে নিন

   

শুদ্ধ ভালোবাসা

তোমাদের পাগল বন্ধু সে দিন ছিল শুদ্ধ ঋতুর শুদ্ধ তম শুদ্ধ বার, শুদ্ধ ছিল বর্ণমালার স্বরে "অ" থেকে অনুস্বার। শুদ্ধ ছিল চাঁদের ফোটা শুদ্ধ ছিল বিসর্গ, শুদ্ধ ছিল সপ্ত পাতাল, সাতটা নরক নৃস্বর্গ। পাহাড় চূড়া শুদ্ধ ছিল, শুদ্ধ ছিল কুয়াশা, বাষ্প স্নানে শুদ্ধ হল কালো রঙের ধোঁয়াশা। শিউলি তলা শুদ্ধ ছিল, শুদ্ধ গাঁয়ের ছবিটা, তারা শশী শুদ্ধ ছিল, শুদ্ধ ছিল রবিটা। ভূল গুলো সব শুদ্ধ হল, শুদ্ধ হল ফুল গুলো, আকাশ মাটি শুদ্ধ হল, শুদ্ধ গাছের মূল গুলো। নাম গুলো সব শুদ্ধ ছিল, শুদ্ধ ছিল পরিচয়, হিসাব নিকাশ শুদ্ধ ছিল, শুদ্ধ ছিল অপচয়। শুদ্ধ ছিল শ্মশান ঘাট, শুদ্ধ ছিল গোরস্থান, দৃশ্য শেষে মিলিয়ে গিয়ে শুদ্ধ হল অবস্থান। সব শিরোনাম শুদ্ধ ছিল, শুদ্ধ ছিল পদ্য'টা- ভূল বানানে লিখলে তবু- প্রেমের উপপাদ্য'টা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।