আমাদের কথা খুঁজে নিন

   

কয়েক প্রস্থ

Bringing about gentle and painless death from incurable Death. ১। অলিখিত তন্দ্রায় যদি কেটে যায় যদি হারানো দিনগুলো, অবিবেচক আমি । ক্লান্তিতে প্রাপ্তি ভুলে যদি অস্পষ্ট সন্ধ্যায় মহুয়ার বনে একাকি আপন মনে বিরহের সুর তুলি, আর হাওরে থাকা বালিহাঁসগুলো যদি উড়ে চলে যায় তবে নিশ্চিত জানি এই বিরহ কাতরতা কেবলই আমার জন্য! ঘাঁই মেরে যাওয়া মাছেরা আভিসম্পাত করে যায় কেবলই এই বিরহকে, আলুথালু ভালোবাসার দিগ্বিদিক নেই ! কেবলই অস্পষ্টতার মায়াজালে দুঃখের কোরাসের নতুন কোন বাদ্যযন্ত্রের বাদ্য বিশেষ ! ২। বিষন্ন আলোয় মায়াবিনীর চোখে বিষের ছুরি, কাকতালে হয়তো হাসির ঝিলিক ! বর্ষার কাতরতায় অঝোর কেঁদে যায়, আগুনের লেলিহান শিখা যেমন পোড়ায় শব ! ৩। দিগন্তের শেষ বিন্দুতে রেখাচিত্রের আনুভূমিক মাত্রায় যখন দেখি পেরিফেরিকের সুমিষ্ট জলের ধারা, আমার ঝাপিয়ে পড়াই স্বভাবিক; অথচ আমি নিষ্পলক তাকিয়ে আছি জলের ধারায় ! গতানুগতিক ভালোবাসার নিয়ম না মেনে আমার বিষেশ কেউ হওয়ার বাসনায় নির্জলা মদে ডুবে আছি... ৪। বুকেই যদি থাকবে তবে পাথর হয়ে থাকো ধ্বনি দিলে যেন প্রতিধ্বনি হয়ে বাজো ! যদি নাই বা আসবে, নাই বা বলবে কথা তবে কেন বারে বারে বাজাও মধুর ব্যথা। অসহ্য ভালোলাগার মন্ত্রণা আর দিয়ো না গাল গল্পের রসদ- আর করো না! ৫। দীর্ঘ রজনীতে নেশাতুর ঘুমের মধু চন্দ্রীমা, তোমার হীরক আভরণে চন্দ্রহারা উদ্যান । ঘোর অকল্যানে মানহীন তুলাদন্ডের যত্রতত্র ব্যবহারিক জ্ঞানে সিদ্ধহস্ত সিজোফ্রনিকের দিশি মদে আকন্ঠ ডুবে থেকে টোল প্রদান !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.