আমাদের কথা খুঁজে নিন

   

সাভারে ভবনধসে নিহতের সংখ্যা বেড়ে ৬৯৭ (ভিডিও)

সাভারে ধসে পড়া রানা প্লাজার ধ্বংসস্তূপের নিচ থেকে গতকাল সোমবার মধ্যরাত থেকে আজ মঙ্গলবার বেলা আড়াইটা পর্যন্ত আরও ১৯টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৯৭।
আজ উদ্ধার হওয়া ১৯টিসহ এ পর্যন্ত মোট ৬৮৮ জনের মৃতদেহ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়। আর হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান নয়জন।
সাভারের অধরচন্দ্র উচ্চবিদ্যালয়ের মাঠ ও বিভিন্ন হাসপাতাল থেকে এ পর্যন্ত ৫০৬টি মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও মিটফোর্ড হাসপাতালের মর্গ থেকে হস্তান্তর করা হয়েছে ৪৭টি। হস্তান্তরের অপেক্ষায় এ দুই হাসপাতালের মর্গে ৪৭টি ও অধরচন্দ্র
বিদ্যালয়ের মাঠে ৩৩টি মৃতদেহ।
নিখোঁজ স্বজনদের খোঁজে এখনো অসংখ্য মানুষ আসছেন সাভারের অধরচন্দ্র উচ্চবিদ্যালয়ে।
এ ছাড়া, পরিচয় পাওয়া যায়নি এমন ৬৪ জনের মৃতদেহ জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে। এর মধ্যে গতকাল ৩২টি ও এর আগে আরও ৩২টি মৃতদেহ দাফন করা হয়।


সাভারে ধসে পড়া ভবনে এখনো উদ্ধার অভিযান চলছে। বৃষ্টির কারণে মাঝে মাঝে উদ্ধারকাজ ব্যাহত হলেও বৃষ্টি থামলে আবার কাজ শুরু হয়।
উদ্ধারকর্মীরা জানান, ধ্বংসস্তূপের নিচে আরও অনেক মৃতদেহ চাপা পড়ে আছে। সেগুলো খুব সাবধানে উদ্ধারের চেষ্টা করছেন তাঁরা।


সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।