আমাদের কথা খুঁজে নিন

   

অভিশপ্ত সাভারে

আমি নিতান্ত সাদমাটা মানুষ। বলারমত কোন পরিচায় নাই। নিরামিষ মানুষ । হাহাকার দিকে দিকে প্রকাশতো যায় না লিখে সবকিছু খাতায় ব্লগে, কান্না জমেছে মেঘে মেঘে লাখো স্বজন প্রতিক্ষায় জেগে। জীবন্ত কিংবা লাশে লাশে কুৎসিত লালাশার গ্রাসে গ্রাসে আত্মারা ফিরে আসে, আসবে ওরা ফিরে ফিরে বাঁচা মরার তিরে তিরে। অভিশাপের নহরে নহরে দুরাচার পাপিষ্ঠ যেন ডুবে মরে প্রতিশোধে দাবানলে খাক হোক পুরে পুরে, বিভৎস এ মরন কেন বারে বারে? উত্তর চাই বিজিএমইএ আর সরকারে। লাশের পাহারে পাহারে সন্তান হারা মা-বাবা কেঁদে মরে রান প্লাজার আসে পাসে অভিশপ্ত সাভারে, ও মা ও বাবারে সন্তান তোর কাঁদেরে কোথায় তোরা গেলি রে। ভাই খোঁজে বোনরে বোন খোঁজে ভাইরে ফাঁকি দিয়ে পাখি আমার কোথায় গেলি উড়ে? আয়না একটিবারে এই শুন্য বুকে ফিরে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।