আমাদের কথা খুঁজে নিন

   

সাভারে আরো ১৯ লাশ উদ্ধার

সেনাবাহিনীর নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, সোমবার প্রথম প্রহর থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ১৯টি লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে লাশের সংখ্যা হল ৬৪৫।
এরমধ্যে ৫০৭ জনের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের অধিনায়ক মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দীর নেতৃতে এ উদ্ধার অভিযান চলছে।
ধ্বংসস্তূপের নিচে এখনো অনেক মৃতদেহ রয়েছে, যার বেশিরভাগই পচেগলে গেছে বলে উদ্ধারকর্মীরা জানিয়েছেন।
এদিকে সাভার অধরচন্দ্র স্কুল মাঠে ও ধংসস্তূপের সামনে এখনো প্রিয়জনের মৃতদেহ খুঁজে ফিরছেন স্বজনরা।
গত ২৪ এপ্রিল সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় রানা প্লাজা ধসে পড়ে। ওই ভবনে পাঁচটি পোশাক কারখানা ছিল।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১১ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।