আমাদের কথা খুঁজে নিন

   

ফ্রিল্যান্স ক্রেডেনশিয়াল-৬ : পরোক্ষ আয় চলতে থাকুক

অলসদের দিয়ে কী আর হয়। আলসেমি ছাড়া! আমরা প্রায় সবাই আয় বাড়াতে চাই, তবে সে জন্য বাড়তি খাটতে চাই কম। এই সমস্যার সমাধান হলো কিছু পরোক্ষ আয়ের ব্যবস্থা করা। ফ্রিল্যান্সাররাতো ব্যতিক্রম নন। তাদের জন্যও বাড়তি এবং নিয়মিত আয়ের দরকার।

কী কী খাতে সে আয় হতে পারে দেখা যাক- স্টক বিক্রি ফ্রিল্যান্সাররা তো শেয়ার মার্কেটের লোক নয়, তাহলে তাদের স্টক কি? তুমি যাই করো না কেন, প্রাফিকস, প্রোগ্রামিং, ওয়েব ডিজাইন- তোমার সব কাজ কিন্তু ক্লায়েন্টকে ডেলিভারি দেওয়া হয় না। কিছু থেকে যায় যা স্টক হিসাবে বিবেচনা করা যায়। বর্তমানে অনেক মার্কেট প্লেস আছে যেখানে এগুলো বিক্রি করা যায়। কয়েকটি টিপস দরকারি টুল বক্স : তোমার যদি কোন ফাইল বার বার দরকার হয় তাহলে তোমার ক্লায়েন্টেরও তা হতে পারে। ওয়েব ডিজাইনারদের জন্য কোন টুল আবার ভিডিও এডিটিং-এর জন্য ট্রান্সলেশন টুলস।

এরকম কিছু থাকলে সেটা বিক্রি করা যেতে পারে। সমস্যার সমাধান : যে জিনিষ ব্যবহারকারীর সমস্যার সমাধান করে সেগুলো তাড়াতাড়ি বিক্রি হয়। যদি এমন কিছু করতে পারো যা ছবি ঠিক করে তাহলে সেটা আগে ভাগে বি্ক্রি হবে। কন্টেন্ট ফ্লেক্সিবিলিটি : লোকে পছন্দ করে যেখানে তার স্বাচ্ছন্দ্য থাকে, নিজের কিছু এড করার জায়গা থাকে। ছবিতে যোগ করার জায়গা, টেমপ্লেটে কন্টেন্টের জায়গা।

এগুলো খেয়াল রাখার বিষয়। যাই তুমি বিক্রি করতে চাও না কেন সেটা যেন প্রফেশনালি বানানো হয়। হয় যেন ব্যবহারের উপযোগী। তবে, লোকে যখন কিনবে তখন তো সেটি ব্যবহার করে দেখতে পারবে না। কাজে বিক্রির সাইটে কয়েকটি বিষয় খেয়াল রাখা দরকার- • পরিচ্ছন এবং আধুনিক প্রিভিউ • বিক্রয় কেন্দ্রিক চিন্তা এবং টুদিপয়েন্ট বর্ণনা • পণ্য সেবা তা যদি তোমার পণ্য রেডি হয়ে যায তাহলে তুমি সেটি বিক্রির জন্য চেষ্টা করতে পারো।

এখানে কিছু সেরকম সাইটের তালিকা- • iStockPhoto – http://www.istockphoto.com • Envato Marketplaces – http://www.envato.com • ActiveDen –. http://www.activeden.net • ThemeForest –www.themeforest.net • AudioJungle –www.audiojungle.net • VideoHive –www.videohive.net • GraphicRiver –www.graphicriver.net • 3DOcean –www.3docean.net • CodeCanyon –www.codecanyon.net • TutsMarketplace –marketplace.tutsplus.com সরাসরি বিক্রি অনেক ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে পণ্য বিক্রি না করে নিজেই করতে আগ্রহী হয়। সেক্ষেত্রে লাভ বেশি যদিও সাপোর্ট ও পণ্য উন্নয়নে ম্যালা সময় দেওয়া লাগে। বিপননতো আছে। এ ধরণের পণ্যের মধ্যে বাড়তি হলো ই-বুক, টিউটোরিয়ার, ভিডিও লেকচার ইত্যাদি। এছাড়া রয়েছে ওয়ার্কশপের আয়োজন।

এগুলো সরাসরি আয়োজন করা যায়। ব্লগ ব্র্যান্ডিং পরোক্ষ আয়ের আর একটা ভালবুদ্ধি হলো ব্লগ লেখা এবং সেটিকে জনপ্রিয় করা। জনপ্রিয় হলে সেখান থেকে নানান আয় সম্ভব। যদিও এটা ঠিক যে কেবল ব্লগের মাধ্যমে অনেক আয় করা সম্ভব নয় তথাপি ব্লগের বিজ্ঞাপন, এফিলিয়েশন ভাল আযের সুযোগ করে দিতে পারে। এর জন্য ব্লগকে জনপ্রিয় হতে হবে।

আর জনপ্রিয় ব্লগ মানে এর কন্টেন্ট ভাল, রিলেভেন্ট, হালনাগাদ এবং পড়তে স্বাচ্ছন্দ্য। তো এই হল পরোক্ষ আয়ের বুদ্ধি। কাজে লাগিযে যথেষ্ঠ ভার থাকা সম্ভব। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.