আমাদের কথা খুঁজে নিন

   

টেক্সটাইল বার্তা-৫

বাংলাদেশের গার্মেন্টস খাতকে অস্থিতিশীল করতে ৩টি বিদেশী শক্তি তৎপরতা চালাচ্ছে। এই ৩ দেশের অর্থায়নে গার্মেন্টস খাতকে অস্থিতিশীল করতে কাজ করছে ৫টি শ্রমিক সংগঠন। এর সঙ্গে আছে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সন্ত্রাসীদের তৎপরতা। একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ প্রতিবেদন জমা দেয়া হয়েছে।

গোয়েন্দা সূত্র বলছে, কয়েকটি শ্রমিক সংগঠন দিনের পর দিন কারখানায় বিক্ষোভ সৃষ্টির ভয় দেখিয়ে মালিকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করে আসছে। বিক্ষোভ ও ভাঙচুরের ভয়ে বেশ কিছু নতুন কারখানা এসব কথিত শ্রমিক নেতাকে মোটা অঙ্কের মাসোয়ারা দিয়ে আসছে। এসব শ্রমিক সংগঠন বিভিন্ন গার্মেন্টসে তাদের কর্মী ঢুকিয়েছে। টাকা না পেলেই তাদের দিয়ে কারখানা অশান্ত করে তোলা হচ্ছে। বিজিএমইএ নেতারা বলছেন, এসব শ্রমিক সংগঠন সম্পর্কে সরকারকে একাধিকবার অবহিত করা হয়েছে।

কিন্তু তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি। গোয়েন্দা সূত্রের বরাতে পাওয়া তথ্য জানিয়ে এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে বিজিএমইএ’র একজন শীর্ষ নেতা বলেন, তারা যা বলেছে তা ২০০% সঠিক। বিদেশী শক্তি: গোয়েন্দা সূত্র জানিয়েছে, বাংলাদেশ থেকে গার্মেন্ট শিল্প সরিয়ে নিতে তৎপরতা চালাচ্ছে ৩টি বিদেশী শক্তি। দু’টি দেশের গোয়েন্দা সংস্থার সদস্যরা এখানে ছদ্মবেশে তৎপরতা চালাচ্ছে। তারা বাংলাদেশে বেশ কিছু গার্মেন্ট কারখানা ও বায়িং হাউজ গড়ে তুলেছে।

রাজধানীতে এ ধরনের ১৮টি বায়িং হাউজ চিহ্নিত করা হয়েছে। এছাড়া অর্ধশতাধিক গার্মেন্ট ফ্যাক্টরি গড়ে তুলেছে তারা। গার্মেন্ট ব্যবসার আড়ালে তারা এ শিল্পকে এদেশ থেকে সরিয়ে দিতে তৎপরতা চালাচ্ছে। বাংলাদেশ থেকে যাবতীয় তথ্য তারা পাচার করছে। শ্রমিক সংগঠন: সূত্র জানিয়েছে, বিদেশী শক্তিগুলো কয়েকটি শ্রমিক সংগঠনকেও অর্থায়ন করছে।

এসব শ্রমিক সংগঠন পরিকল্পিতভাবে দফায় দফায় শিল্পে অস্থিরতা তৈরি করছে। বিজিএমইএ এরকম ৫টি শ্রমিক সংগঠনের কথা জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। এর মধ্যে ওয়্যার অ্যান্ড ওয়্যার নামের একটি সংগঠনের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক তৎপরতায় জড়িত থাকার তথ্য মিলেছে বলে জানিয়েছে সূত্র। এসব শ্রমিক সংগঠন গার্মেন্ট খাতে ট্রেড ইউনিয়ন গঠনেও বাধা দিচ্ছে। ঝুট গডফাদার: আশুলিয়া এলাকায় ঝুট ব্যবসা নিয়ন্ত্রিত হচ্ছে একজন গডফাদারের ছত্রছায়ায়।

বারবার হা-মীম গ্রুপের কারখানায় বিক্ষোভ সৃষ্টির মূলে রয়েছে ওই গডফাদারের হাত। কারণ, আশুলিয়া এলাকার সব গার্মেন্ট তাকে ঝুট দিলেও হা-মীম দেয় না। এ কারণেই বারবার হা-মীমের কারখানায় শ্রমিক বিক্ষোভ সৃষ্টি করা হচ্ছে। গোয়েন্দা সূত্র জানিয়েছে, ঝুট ব্যবসা নিয়ন্ত্রণের পেছনে স্থানীয় পুলিশ প্রশাসনেরও হাত রয়েছে। ঝুট ব্যবসা থেকে স্থানীয় পুলিশও মাসোহারা নিয়ে থাকে বলে তথ্য দিয়েছে গোয়েন্দারা।

(সংগৃহিত) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.