আমাদের কথা খুঁজে নিন

   

জাকির নায়েকের সমালোচনা, বাস্তবতা ও অন্ধভক্তি (একটি ইবুক ডাউনলোড করুন)

মডারেসন প্যানেল আমাকে ব্যান করায় আমি পোস্ট দিতে পারছিনা। জানিনা এরা কবে আমাকে লিখতে দিবে। আজকে আমি আপনাদের সাথে এমন একটি বই শেয়ার করছি, যার নাম “জাকির নায়েকের সমালোচনা, বাস্তবতা ও অন্ধভক্তি”। এটা থেকে আপনি জানতে পারবেন কে এই ডাঃ জাকির, কি তার উদ্দেশ্য, আলেম উলামারা কেন তার বিরুধীতা করেন, আর জাকির নায়েকের অন্ধভক্তদের প্রশ্নের সকল জবাব। আল্লাহ আমাদের এই ফেতনা থেকে মুক্ত রাখুন।

আমিন। জাজাকাল্লাহ খায়ের। বইটির ডাউনলোড লিংক নিচে দেওয়া হল। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ্‌র রহমতে এই ফেতনা ফাসাদের যমানায় ভালই আছেন আপনারা।

বর্তমান যুগ ফেত্নার যুগ। ইহুদি নাসারারা মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য চতুর্দিকে জাল ফেলে রেখেছেন। এই ফেতনার যমানায় নতুন করে এক ফেতনা যোগ হল সেটা হল বোম্বের এক এমবিবিএস ডাক্তার(ডাক্তার জাকির নায়েক)। হয়ত আমার কথা শুনে অনেকেই ভাবছেন আমি পাগলহয়ে গেলাম নাকি। আজকে আমরা মুসলমান মডার্ণ মনমানসিকতার হওয়ার কারণে তাকেআমরা এতই পছন্দ করে ফেলেছি যে তার বিরুদ্ধে কেউ কিছু বললেই তাকে আমরা গালমন্দ করতে দ্বিধাবোধ করি না।

কে এইজাকির নায়েক? যুগে যুগে এ উম্মতের মধ্যে ফেতনা বাজ আসছে আর এ উম্মতের সাহসি আলেমরা তাদের মুকাবেলা করেছে ইনশাল্লাহ সামনেও করবে । এই বাংলাদেশে এখন কবর পূজারী, মাজার পূজারী, ভণ্ড পীরের যেমন পুজা করা হয় তেমনি এখন জাকির নায়েকের পুজা করা হচ্ছে- সে নবী নয় তার ভুল হবেই কিন্তু যারা অন্ধ ভক্তির জন্য মনে করে তার ভুল হবে না তারা কত বড় বেয়াদপ এটা আল্লাহ্‌ জানে কারন ভুল নবী রাসুল ছাড়া সকলের হতে পারে- তার অন্ধু ভক্তরা তার এজেন্ডা বাস্তবায়নের জন্য উঠে পরে লেগেছে ঠিক তখনি বাজারে আসলো নতুন একটি প্রতিবাদি বই ” জাকির নায়েকের সমালোচনা , বাস্তবতা বনাম অন্ধভক্তি- সকলে ডাউন লোড করে পড়বেন- তাহলে অনেক কিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ- বাকি আল্লাহ্‌ তালার ইচ্ছা- বইটির ডাউনলোড লিংকঃ ১ম পর্বঃ ক্লিক করুন ২য় পর্বঃ ক্লিক করুন পূর্বে প্রকাশিতঃ ইসলাম ফর ইউনিভার্স  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.