আমাদের কথা খুঁজে নিন

   

মাঙ্গা- এইটা আবার কি জিনিস? খায় না মাথায় দেয়? - একটি জ্ঞানী জ্ঞানী ভাব ধরা পোষ্ট

You can do anything, but not everything. যারা পোস্টের শুরুতেই বানান ভুলের জন্য কইশা গালিগালাজের ধান্ধা করতেছেন, তারা একটু থামেন। বানান ভুল করি নাই,আমি মাঙ্গার কথাই কইতাছি, মঙ্গা না। মাঙ্গা হইল এক ধরনের জাপানিজ কার্টুন। যারা নিয়মিত এনিম দেখেন তারা এই শব্দটার সাথে বেশ ভালভাবেই পরিচিত। যেহেতু ভাব ধরা পোষ্ট, শুরুতেই ওয়িকিপিডিয়া থেইকা "মাঙ্গার সংজ্ঞা" মাইরা দেই- Manga are comics created in Japan, or by Japanese creators in the Japanese language, conforming to a style developed in Japan in the late 19th century.[1] They have a long, complex pre-history in earlier Japanese art. ছোটবেলায় অনেকেই "চাচা চৌধুরী", "টিনটিন" বা এই ধরণের কমিক্স গুলা পরছি।

সহজ ভাষায় এগুলারই জাপানিজ ভার্শন হইল মাঙ্গা। জাপানে মোটামুটি সব বয়সের লোকজনই এগুলা পড়ে। এগুলার বিষয়বস্তুও নানা ধরণের। একশন- এডভেঞ্চার, রোমান্স, খেলাধুলা, ঐতিহাসিক, কমেডি, সায়েন্স ফিকশন, ফ্যান্টাসি, রহস্য- কি নাই !!!! আর এই মাঙ্গার বাজার কিন্তু খুব একটা খারাপ না। জাপানেই ২০০৯ সালে বাজার ছিল মাত্র ৫.৫ বিলিওন ডলারের মত !!! মাঙ্গাগুলা হয় সাধারণত সাদা কাল কাগজে।

রেয়ার কেইসে রঙ্গিন মাঙ্গাও দেখা যায়। সাধারণত এক বইয়ে এক পর্ব থাকে। আর মাঝে মাঝে কয়েকটা পর্ব নিয়া একটা বই বাইর হয়। সেই বইকে কি বলে জানেন - tankobon । সুন্দর নাম না? অনলাইনে বহু মাঙ্গা পরার সাইট আছে।

কঠিন লেভেলের এনিম খোররা সাধারণত এনিম দেখার আগেই এনিমের মাঙ্গা পইরা ফেলে। আপনারা পড়তে চাইলে এইখানে অথবা এইখানে দেখতে পারেন। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।