আমাদের কথা খুঁজে নিন

   

শিয়াল সন্ন্যাসি

এই নামে কেউ নেই অনেক অনেক অনেক অনেক (ওফ হাপাইয়া গেলাম) অনেক কাল আগে বানারসিতে ঈশ্বরের কৃপা নিয়ে এক ইদুঁরের জন্ম হয়েছিল ইদুঁর রাজার ঘরে। কালক্রমে বড় হলো সে ছানা থেকে ধেরে ইদুঁরে পরিণত হলো একসময়ে। সেই ইদুঁর রাজপুত্র দেখেতে যেমন ছিল ভীমাকার আর তেমনই ছিল তার বুদ্ধি। সব সময়ে অন্যান্য ছোটখাট ইঁদুর সাগরেদরা তাকে ঘিরে ভির করে থাকতো, আর সে জগত সংসারের নানা গরিমার কথা শোনাতো তাদের, একবার এক শিয়াল পন্ডিত এদিক সেদিক ঘুরঘুরি করতে করতে একদিন সেই ইদুঁর দলের সামনে পরে গেলো। মোটাসোটা ইদুঁর দেখে তো শিয়ালের জিবের পানি টলটলে, চোখ হলো জুলজুলে।

সে ভাবলো যেভাবেই হোক, এগুলোকে খেতে হবে! আহা কতদিন ভালমন্দ আরাম করে খাই না। এই না ভেবে সে করলো কি ইদুঁরের দলের কাছেই তাদের না দেখার ভান করে গম্ভীর মুখে সূর্যের দিকে তাকিয়ে এক পায়ে দাড়িয়ে রইলো। ওদিকে ইদুরের দল খাবার খুজতে খুজতে শিয়ালের এই গভীর ধ্যানমগ্ন রূপ দেখে তো বিস্ময়ে অবিভূত হয়ে গেলো, ভাবলো নিশ্চয়ই ইনি বিশাল গানী লোক। আহলাদের গদগদ হয়ে ইদুঁর রাজপুত্র শিয়ালের কাছে গিয়ে দাড়ালো, শিয়াল আড় চোখে একবার দেখে নিয়ে আরও বেশি ধ্যানের ভাব ফুটিয়ে তুললো চোখেমুখে। ইদুঁর তখন আস্তে আস্তে শুধালো, মহাশয় আপনার নাম কি? শিয়াল ততোধিক গম্ভীর হয়ে উত্তর দিল "ধার্ম্মিক"।

ইদুঁর আবার বললো, আপনি এক পায়ে দাড়িয়ে আছেন কেন? শিয়াল বললো, আমি যদি মাটিতে চার পায়ে দাড়াই তাহলে পৃথিবী আমার ভার বহন করতে পারবে না, তাই এক পায়ে দাড়িয়ে আছি। আপনি মুখ ব্যাদান করে আছেন কেন মহাশয়? ইদুঁর বললো। আমি অন্ন গ্রহণ করি না, শুধু বাতাস খেয়ে থাকি, সেই জন্য ইদুঁর তখন বললো 'সূর্যের দিকে মুখ করে আছেন, আপনার কষ্ট হচ্ছে না?' শিয়াল তখন বললো, নাহ, আমি সূর্যকে প্রাণাম করছি! এই শুনে ইদুঁর একদম গলেই গেলো এবারে সে ভাবলো; আহারে আমার কি সৌভাগ্য, কত বড় একজন শৃগাল সন্ন্যাসীর সাথে দেখা হয়ে গেলো! তারা তখন শিয়ালকে দলে দলে প্রতিদিন ভক্তি জানাতে আসতে লাগলো। আর ওদিকে শিয়াল করতো কি প্রতিবার ইদুঁরের দল ফিরে যাবার সময়ে সবচে পেছনের ইদুঁরিকে ধরে গপাগপ খেয়ে নিত এমন করে করে দিনে দিনে ইদুঁরের পালে ইদুঁর সংখ্যা কমে যেতে লাগলো! অন্য ইদুঁরেরা এটা খেয়াল করে ইদুঁর রাজপুত্রকে জানালো! তখন সে ভাবলো তাই তো, ঘটনা কি একটু খেয়াল রাখতে হবে তো। ভেবে ভেবে তার সব সন্দেহ গিয়ে পরলো শিয়ালের উপরেই।

এরপর সে করলো কি পরদিন শেয়ালকে ভক্তি জানাতে যাবার সময়ে সব ইদুঁরকে বলে দিল সবাই যেন আগে আগে ফিরে আসে, সে সবার পিছনে থাকবে। যেই বলা সেই কাজ। তখন যেই না শিয়াল তার উপর ঝাপিয়ে পরেছে, তখন সে শিয়লাকে বললো "ওরে পাপিষ্ঠ শিয়লা তোর এই সব ধ্যানট্যান দেখছি ধর্মের জন্য না, তুই নিজরট স্বার্থের জন্য ধর্মের ধ্বজা তুলে ঘুরে বেড়াচ্ছিস" এই বলে শেয়ালের গলায় একটা যমকামড় দিয়ে তার ভবলীলা সাঙ্গ করে দিল। তখন অন্য সব ইদুঁরেরা সুর সুর করে এসে শিয়ালের মাংস খেয়ে চলে গেলো। এবং বলা বাহুল্য যারা প্রথমে ফিরে এসেছিল তারাই মাংস খেতে পারলো, শিয়াল-ইদুঁর মারামারি দেখে যারা দেরি করে পরে ফিরেছিল তাদের ভাগ্যে কিছুই জোটেনি!  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।