আমাদের কথা খুঁজে নিন

   

লেজকাটা শিয়াল



লেজকাটা শিয়াল মুরগি চুরি করতে শিয়াল গেল চলে ফার্মে দুইটা কুকুর করল তাড়া আটকে গেলো তার'মে হেঁচকা টানে খুলতে গিয়ে কাঁটা তারের পেঁচ’টা তারের ফলায় গেলো কেটে লম্বা প্রিয় লেজ’টা লেজের শোকে কাঁদে শিয়াল একা বসে ঘরে এই অপমান যায় না সওয়া বুদ্ধি ফিকির করে আমার যখন থাকবে না লেজ থাকবে না আর কারো কাটতে হবে সবার লেজা যেমন করে পারো সভা ডেকে বুঝায় শিয়াল লেজের তো নেই দরকার এতো বড় লেজের জন্য টেক্স ধরে সরকার শুধু শুধু লেজ’টা রাখা সম্মান হানিকার তার’চে সবাই লেজ’টা কেটে আমার সমান কর দেখনা চেয়ে মানুষ জাতির একটুও নেই লেজ মহাবীরের মতোই তারা দেখায় কতো তেজ লেজ’টা থাকা আমার মতে ছোট লোকের স্বভাব তার পরেও লেজা ছাড়া শিয়াল বড় অভাব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।