আমাদের কথা খুঁজে নিন

   

সলিল চৌধুরী - এক্সক্লুসিভ কালেকশন - এক সুরে দুই গান

ভবের খেয়া এবার বাওয়া হইল আমার শেষ; এবার তরী ভাসিয়ে দিলাম পরপারের দেশ । । কিংবদন্তীর গীতিকার, সুরকার, মিউজিক কম্পোজার, সঙ্গীত পরিচালক সলিল চৌধুরী (১৯২২-১৯৯৫) ছিলেন নিজেই একটি প্রতিষ্ঠান। তিনি ছিলেন একাধারে একজন কবি, নাট্যকার। তিনি বামপন্থী চেতনায় বিশ্বাসী ছিলেন ও তাঁর সৃষ্ট গণসংগীত, সমাজ সচেতনতা ও জাগরেনের গান যুগে যুগে মানুষের চেতনা জাগ্রত করেছে।

১৯৭১ এ আমাদের স্বাধীনতা যুদ্ধেও তাঁর গান আমাদের উদ্বুদ্ধ করেছে। বাংলা, হিন্দি সিনেমার অনেক কালজয়ী সঙ্গীতের স্রষ্টা ও একজন কম্পোজার হিসাবে, তিনি তাঁর সমকালীন সঙ্গীতে ও তাঁর পরবর্তী প্রজন্মের কম্পোজারদের উপর ব্যাপক প্রভাব বিস্তার করেছেন। একজন অতন্ত্য জনপ্রিয় কম্পোজার ও সুরকার হওয়ায়, তাঁর অনেক গান, একই সুরে, কিন্তু দুটি ভিন্ন ভাষায় গীত হয়েছে। এই এক্সক্লুসিভ কালেকশনে, একই সুরে তাঁর দুটি ভিন্ন গান পাশাপাশি উপস্থাপন করা হোল। আশা করা যায়, এই ব্যতিক্রমী পরিবেশনাটি সবার ভালো লাগবে।

সলিল চৌধুরী - এক্সক্লুসিভ কালেকশন - এক সুরে দুই গান কোয়ালিটি - ১২৮ কেবিপিএস এমপি৩ ফাইল সাইজ - ১৪৯ মেগাবাইটস ডাউনলোড - সলিল চৌধুরী - এক্সক্লুসিভ কালেকশন  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।