আমাদের কথা খুঁজে নিন

   

জাবি সোনার পোলাগো বিরুদ্ধে ছাগল চুরির অভিযোগঃ সোনার পুলারা কিচ্ছুই বাদ রাখবো না!

মানবিক দায় ও বোধহীন শিক্ষা মানুষকে প্রশিক্ষিত কুকুরে পরিণত করে....আইস্ট্যাইন। সোনার পুলারা কিচ্ছুই বাদ রাখবো না! মুরগি চুরির পর এবার ছাগল চুরির অভিযোগ পাওয়া গেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রলীগকর্মীর বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হলের কর্মীরা সোমবার রাতে এ ঘটনা ঘটায়। হলের নেতা মিঠুন কু ু ও তার অনুসারীরা পার্শ্ববর্তী ইসলামনগর এলাকা থেকে একটি ছাগল চুরি করে আনে সোমবার রাতে। হলের ২১২ নম্বর কক্ষে ছাগলের মাংস প্রস্তুত করে বটতলা এলাকার একটি দোকানে সংরক্ষণ করে রাখা হয়।

পরে গতকাল মঙ্গলবার ওই মাংস দিয়ে ছাত্রলীগকর্মীরা ভূরিভোজ করেছে বলে নিশ্চিত হওয়া গেছে ছাত্রলীগের জুনিয়র কর্মীদের সূত্রে। ছাগলের মালিক ও ইসলামনগরের স্থানীয় বাসিন্দা আবদুল বারেক জানান, সোমবার সন্ধ্যায় শহীদ রফিক-জব্বার হল ও ইসলামনগর বাজারের মধ্যবর্তী স্থান থেকে ওই হলের ছাত্রলীগকর্মী মিঠুন কু-ু (আইবিএ-৩৮তম ব্যাচ)-এর নেতৃত্বে ৪০তম ব্যাচের সরকার ও রাজনীতি বিভাগের রাশেদুল ইসলাম পিয়াস ও রাকিব, দর্শন বিভাগের মেহেদী হাসান, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের আবদুল মাজেদ সীমান্ত, ভূ-তাত্ত্বিক বিজ্ঞান বিভাগের শামীম হোসেন ও ম্যানেজমেন্ট বিভাগের মনিরুল ইসলাম ছাগলটি চুরি করে জবাই করে। চুরির বিষয়ে জানতে যোগাযোগ করা হলে ছাগলের মালিক ও সাংবাদিকদের ভূরিভোজের আমন্ত্রণ জানায় ছাত্রলীগ কর্মীরা। কিছুদিন আগে সংস্কৃতিকর্মীদের ওপর হামলায় মিঠুন কুন্ডু জড়িত ছিলো। এছাড়া মিঠুনের মওলানা ভাসানী হলে সিট বরাদ্দ থাকলেও সাবেক ছাত্রলীগ নেতা আজগর আলীর দাপট দেখিয়ে সে শহীদ রফিক-জব্বার হলে রাজনীতি করছে।

ওই হলে ছাত্রলীগের প্রভাব খাটিয়ে জুনিয়র কর্মীদের দিয়ে জোরপূর্বক নানা অনিয়ম ও সন্ত্রাসী কর্মকা করে থাকে বলে অভিযোগ করেছে হলের সাধারণ শিক্ষার্থীরা। ছাগল চুরির বিষয়ে জানতে চাইলে মিঠুন কু ু জানায়, ঘটনার সময়ে আমি ঢাকায় ছিলাম। জুনিয়ররা এ কাজ করেছে। এর আগে মওলানা ভাসানী হলের ছাত্রলীগ নেতা মেহেদী হাসান সম্রাট একই এলাকায় মুরগি চুরি করে বেশ সমালোচিত হয়েছিলো। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।