আমাদের কথা খুঁজে নিন

   

হাবি-জাবি

রঙ্গ আকাশ মেঘের আড়ালে বৃষ্টি ধরেছে ঘিরে- শ্রাবন নেমেছে আজ, এই বসন্তে। টিপ-টিপ বৃষ্টি, মৃধু হাওয়া ফসলের মাঠে একি তোমার ছায়া। পক্ষিকুলে রব উঠেছে, তোমায় দেখবে বলে- বৃক্ষ তাহার অঙ্গ জুড়ে কদম ফুটিয়েছে। আকাশে আজ রঙ খেলেছে- বৃষ্টি তাহার সঙ্গ ধরেছে, আমার মনের গহীনে আজ সেই বসন্তের রং খেলেছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।