আমাদের কথা খুঁজে নিন

   

প্রাচ্যের অক্সফোর্ড; অফুরন্ত সুযোগের হাতছানি যেখানে

সাল ১৯২১। কোন এক সকালে মাত্র তিনটি ফ্যাকাল্টি, ১২ টি বিভাগ , ৬০ জন শিক্ষক আর মুষ্টিমেয় শিক্ষার্থীকে নিয়ে শুরু হল ঢাকা বিশ্ববিদ্যালয় নামের এক শিক্ষা প্রতিষ্ঠানের । ভাইস চ্যান্সেলরের দায়িত্ব দেয়া হল পি জি হারটজ নামের এক সাহেবকে। পূর্ব বাংলা তথা বাংলাদেশের চাষা- ভূষারা সেদিন থেকেই স্বপ্ন দেখে এক শিক্ষিত ও মননশীল প্রজন্মের। তাদের সেই দিনের সেই আশা অপূর্ণ থাকেনি।

৯০ বছর পর আজ বাংলাদেশের প্রধান আর দক্ষিণ এশিয়ার অন্যতম এই বিশ্ববিদ্যালয় ৩৩ হাজারের উপর শিক্ষার্থী আর ২ হাজারের কাছাকাছি শিক্ষক নিয়ে একটি পরিপূর্ণ বিশ্ববিদ্যালয় । বায়ান্নের ভাষা আন্দোলন , ৬৯ এর গন অভ্যুথান , একাত্তরের স্বাধীনতা সংগ্রাম সহ বাংলাদেশের সাথে জড়িত সকল রাজনৈতিক আর সামাজিক আন্দোলনের সূতিকাগার এই ঢাবি। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান , বাংলাদেশের প্রথম নোবেল জয়ী ডঃ মুহম্মদ ইউনুস, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদ , বর্তমান রাষ্ট্রপতি হামিদুর রহমান সহ পৃথিবী বরেণ্য শিক্ষাবিদ , অর্থনীতিবিদ , বিজ্ঞানী আর সাহিত্যিকের পদভারে যুগে যুগে মুখরিত হয়েছে এই ঢাবি ক্যাম্পাস। কিন্তু কেন শুধু এই বিশ্ববিদ্যালয় দেশের সকল মেধাবিদের তীর্থভুমি? কেন গ্রামের স্কুলের সেই ফার্স্ট বয়ের প্রথম পছন্দ ঢাবি , আর কেনই বা ডানপিটে শহুরে ছেলেটা ভর্তি পরীক্ষার আগে সুবোধ বালক হয়ে যায় শুধু মাত্র নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দেবার আশায়। কি আছে এই ঢাবিতে , আর ঢাবিতে পড়েই বা তাদের কি লাভ।

এখানে সেই সব প্রশ্নের উত্তরই খোজার চেষ্টা করবো । দেশের প্রথম ও পূর্ণাংগ বিশ্ববিদ্যালয়ঃ তেরটি ফ্যাকাল্টি, একাত্তরটি বিভাগ , দশটি ইন্সটিটিউশন , সতেরটি হল , তিনটি হোস্টেল আর আটতিরিশটির উপর গবেষণাগার নিয়ে প্রায় ছয়শ একর জমির উপর প্রতিষ্ঠিত ঢাবি আজ দেশের বৃহৎ সুযোগ সুবিধা সম্বলিত বিশ্ববিদ্যালয় । এর কোর্স আর ক্লাস রুটিন অক্সফোর্ডের আদলেই গড়ে তোলা। এখন পর্যন্ত ৮৪২ জন পিএইচডি আর ৬৭৩ জন কৃতিত্বের সাথে এম ফিল সম্পূর্ণ করেছে । বেতন আর বৃত্তি সুবিধাঃ বাংলাদেশের আর্থ-সামাজিক দিক বিবেচনায় রেখে সবার জন্য উচ্চ শিক্ষার দ্বার উন্মুক্ত রাখার জন্য বদ্ধপরিকর এই বিশ্ববিদ্যালয়।

শিক্ষার্থীদের বেতন বলতে যা বুঝায় তা এখানে একেবারেই নামে মাত্র। আর মেধাবিদের শিক্ষা নির্বিঘ্ন রাখতে রয়েছে ২২০ টির উপর ট্রাস্ট যা বিভিন্ন বিভাগের ছাত্র ছাত্রীদের বিভিন্ন মেয়াদে বৃত্তির ব্যবস্থা করে থাকে। আবাসিক হলঃ বাকিটুকু ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.