আমাদের কথা খুঁজে নিন

   

সাগরদাঁড়ি কবির বাড়ি - ২

আগের পর্ব সাগরদাঁড়ির আরও কিছু ছবি নিয়ে হাজির হলাম। ১৬. কবির বাড়ির মূল ফটক। ১৭. বাড়ির সামনে একটা মার্বেল পাথরের মঞ্চ তৈরি করা আছে। ১৮. পুকুরটা ভীষণ সুন্দর, সেই সাথে শাপলার পাতাগুলোও। ১৯. বাইরের আঙিনা।

২০. প্রতিটা আঙিনায় এমন করে চারদিক থেকে সিঁড়ি দেয়া। ২১. শানবাঁধানো পুকুরঘাটে আছে বসার জায়গা। ২২. পুকুরঘাটে গাছের তলায় গাছ। ২৩. পুকুরের আরেক দিকের দৃশ্য। ২৪. সবদিক থেকেই পুকুরটা সুন্দর লাগে।

২৫. মধুপল্লীতে ঢুকতেই এই ঘরটা চোখে পড়ে। ২৬. স্বাগতম জানানো হচ্ছে। ২৭. কবি ডাকছে আমাদের। ২৮. লালপাতার গাছ। নাম জানা নেই।

২৯. আরেকভাবে দেখি পুকুরটা। ৩০. শেষবারের মত তাকিয়ে দেখি কবির বাড়ি, সামনে তার সমাধিস্থল। বিদায় কবি। শ্রদ্ধা জানাই কবিকে।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।