আমাদের কথা খুঁজে নিন

   

অন্নপূর্ণা এখন ওয়ার্ল্ড ফাইনালে চতুর্থ অবস্থানে আছে। প্রথম অবস্থানে আছে ভারত

নিঃসঙ্গতাটাকে বেশি উপভোগ করি মাইক্রোসফট আয়োজিত বিশ্বের অন্যতম সফটওয়্যার প্রতিযোগিতার বাংলাদেশ পর্বে চ্যাম্পিয়ন টিম ইঞ্জিনের অন্নপূর্ণা প্রকল্প। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে তিন শতাদিক দল দ্বিতীয় পর্বে বিভিন্ন প্রকল্প প্রস্তাব নিয়ে অংশগ্রহন করে। দ্বিতীয় পর্বে সফলভাবে প্রকল্প প্রস্তাব অনুযায়ী সমস্যা সমাধান করতে সক্ষম হয় ৯টি দল। এ দলগুলো থেকে দর্শনার্থী মতামত ও বিভিন্ন মানবন্টন অনুযায়ি টিম ইঞ্জিন চ্যাম্পিয়ন হয়। তাই এখনি সময় দেশকে বিশ্বের সামনে পরিচয় করিয়ে দেবার।

▬►ভোট দেয়ার জন্য নিচের লিঙ্কে যান এবং শুধু ভোট বাটনে ক্লিক করুন এবং VOTE বাটনে ক্লিক করুন । http://www.imaginecup.com/Competition/PCATeam.aspx?Competitionid=71&teamid=55173 ▬►আপনি চাইলে প্রতি ৩০ মিনিট পর পর ভোট দিতে পারবেন। ▬►অন্নপূর্ণা এখন ওয়ার্ল্ড ফাইনালে চতুর্থ অবস্থানে আছে। প্রথম অবস্থানে আছে ভারত আর একটি প্রকল্প। তাই এখনি সময় দেশকে বিশ্বের সামনে পরিচয় করিয়ে দেবার।

▬►আগামী ৯ জুলাই পর্যন্ত ভোট দিতে পারবেন। আমাদের বিডি ওয়েবপোর্টাল পেজের একজন বন্ধু আপনাদের সবার কাছে সহযোগিতা চেয়েছেন । ▬►আসুন আমরা একটি ভালো কাজে অনুপ্রেরনা দিই ভোট দিয়ে । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.