আমাদের কথা খুঁজে নিন

   

হিগস বোসন বা ঈশ্বর কণার খোঁজ পাওয়া গেছে

এক্সট্রা এনার্জি এক্সচেঞ্জার অবশেষে পাওয়া গেল হিগস বোসন বা ঈশ্বর কণার খোঁজ। সার্নের গবষকগণ এ ব্যাপারে ৯৯.৯৯% নিশ্চিত হয়েছেন। তবে ঈশ্বর কণার অস্তিত্বের চূড়ান্ত সার্টিফিকেট মিলছে ৪ জুলাই। এ দিন একটি অনষ্ঠানের মাধ্যমে ৫ জন নেতৃস্থানীয় তাত্ত্বিক পদার্থবিদের উপস্থিতে সার্নের গবেষকগণ ঈশ্বর কণার বিস্তারিত রিপোর্ট প্রকাশ করবেন। তাহলে বুধবার কি হতে চলেছে বিজ্ঞানের ‘ডি-ডে’? প্রসঙ্গত, আজ থেকে ৪৮ বছর আগে অর্থাৎ ১৯৬৪ সালে ব্রিটিশ পদার্থবিজ্ঞানী পিটার হিগস ওই কণার অস্তিত্ব কল্পনা করেছিলেন বলে ওর নামের মধ্যে রয়েছে হিগস। আর, কণাটা যে বিশেষ জাতের, এ কথা প্রথম সত্যেন্দ্রনাথ বসু বলেছিলেন। সে কারণে ওটা বোসন।-- সূত্রঃ সায়েন্সটেক #বিজ্ঞান ও প্রযুক্তির চমকপ্রদ চলমান সব খবরা-খবরের সাথে নিজেকে আপডেট রাখতে 'সায়েন্সটেক'-এর ফেসবুক ফ্যান পেজে যোগ দিন এখানে ক্লিক করে।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.